বর্তমানে পেজ থ্রি’র পাতা খুললেই যেটা সবার আগে চোখে পড়বে সেটা হল শিল্প শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) পর্ণ তৈররি কেচ্ছা। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছেন শিল্পার স্বামীকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল চর্চা ও সমালোচনার বিষয় হয়ে পড়েছেন শিল্পা ও তার স্বামী রাজ। পর্ণ তৈরির অভিযোগের তদন্তে নেমেছে মুম্বাই পালিশ, জেরাও করা হয়েছে নাকি শিল্পা শেট্টিকে।
তদন্তে নেমে জানা গিয়েছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার উপার্জন করতেন রাজ কুন্দ্রা পর্ণ ভিডিও তৈরী করে। টাকার লেনদেনের হিসাব সহ পর্ণ শুটিংয়ের লোকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে রাজ কুন্দ্রার হোয়াটস্যাপ চ্যাট থেকে। যেটা এই পর্ণ কেচ্ছা নিয়ে শুরু হওয়া চর্চার আগুনে ঘি ঢেলেছে। তবে, সত্যি বলতে বলি তারকাদের পর্ণ ছবি থেকে টাকা উপার্জনের ঘটনা কিন্তু এই প্রথম নয়।
এর আগেও অনেকেই পর্ণ ইন্ডাস্ট্রির সাথে জড়িত থেকে মোটা টাকা উপার্জন করেছেন। যাদের মধ্যে রয়েছে বলিউড থেকে শুরু করে হলিউডের বিখ্যাত সমস্ত সেলিব্রিটিরা। আজ সেই সমস্ত সেলেব্রিটিদের তালিকা আপনাদের সামনে তুলে ধরব যারা একসময় পর্ণ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তাঁরা বলিউড থেকে হলিউড প্রতিষ্ঠিত ও বিখ্যাত সেলেব্রিটি।
সানি লিওনি (Sunny Leone)
বর্তমানে বলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী লিওনি। তবে বলিউডে প্রবেশের অনেক আগে থেকেই সানিকে চেনেন! কিভাবে? সেটার উত্তর হল নীল ছবির তারকা সানি লিওনি। ছবির জন্যই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। এরপর তিনি বলিউডে প্রবেশের সিদ্ধান্ত নেন। বর্তমানে পর্ণ দুনিয়ার থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন অভিনেত্রী।
সিলভেস্টার স্ট্যালোন (Sylvester Stallone)
হলিউডের সুপারহিরো সিলভেস্টার স্ট্যানলোন। Rambo ছবির দৌলতে সকল হলউডপ্রেমীর কাছেই বেশ পরিচিত অভিনেতা। তবে বলিউডের ছবিতেও দেখা গিয়েছিল এই অভিনেতাকে। কারিনা কাপুরের সাথে ‘কমবখত ইশক’ ছবিতে’ অভিনয় করেছিলেন স্ট্যানলোন। তিনিও পর্ণ ছবির সাথে জড়িত ছিলেন।
মিয়া মালকোভা (Mia Malkova)
বলিউডের আরেক অভিনেত্রী মিয়া মালকোভা। বিখ্যাত পরিচালক রাম গোপাল বর্মার ‘গড সেক্স অ্যান্ড ট্রুথ (God Sex and Truth)’ ছবিতে অভিনয়ে করেছিলেন অভিনেত্রী। আর ছবিতে মূলত অশ্লীল দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
জ্যাকি চ্যান (Jackie Chan)
হলিউডের মুভি দেখে আর জ্যাকি চ্যানকে চেনে না এমন মানুষ এ বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। ক্যারাটের জগতে ব্যাপক নাম রয়েছে অভিনেতার। তবে জানলে হয়তো অবাক হবেন নিজের কেরিয়ারের প্রথম দিকে পর্ণ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন অভিনেতা। তবে সেসব ছেড়ে দিয়েছেন অনেক আগেই, বর্তমানে তিনি হলিউডের জনপ্রিয় নায়ক।