• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জালেবি বাই’ গানে উদ্যম নাচ আলো ছায়ার অভিনেত্রী দেবাদৃতার , শেয়ার হতেই তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Debadriti Basu Alo chaya Zee Bangla দেবাদৃতি বাসু আলো ছায়া জি বাংলা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘আলো ছায়া (Aalo Chaya)’। সিরিয়ালে আলোর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বাসু (Debadriti Basu)। গল্পে আলো ও ছায়া নামের দুই বোনের বড় হওয়ার কাহিনী দেখানো হয়েছে। তবে দুজনের মধ্যে আলোকে অনেকেই অবজ্ঞা করেন যা পরে  সমস্যার সৃষ্টি করে। এই সমস্যা ও তার থেকে বেরিয়ে আসা নিয়েই কাহিনী।

অভিনেত্রী দেবাদৃতা সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের জেরে দারুন জনপ্রিয়তা পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়  অভিনেত্রী, ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর।  মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও রিল শেয়ার করেন অভিনেত্রী ইনস্টাগ্রামে। আর অনুগামীদের সেই ছবি ও ভিডিও দারুন পছন্দ হয় তাই ভাইরাল হয়ে পরে সেগুলি।

বর্তমানে টিভি চ্যানেলগুলিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয়। সিরিয়াল থেকে শুরু করে রিয়ালিটি শো এর বিভিন্ন আপডেট প্রমো নিয়ে হাজির হয় সোশ্যাল মিডিয়াতে। এতে সিরিয়াল ও টেলিভিশন প্রেমীদের আগ্রহ ও উৎসাহ আরো অনেকটা বেড়ে যায়। সাথে পেজের অনুগামীদের মাঝে মধ্যেই প্রিয় তারকাদের এনে সারপ্রাইজ দে চ্যানেলগুলি। সোশ্যাল মিডিয়াতে প্রায় সকল অভিনেতা অভিনেত্রীরাই আছেন। প্রত্যেকেই কম বেশি রিল ভিডিও বানিয়ে শেয়ার করেন।

Debadriti Basu Alo chaya Zee Bangla দেবাদৃতি বাসু আলো ছায়া জি বাংলা

সম্প্রতি আলো ছায়া সিরিয়ালের অভিনেত্রী দেবাদৃতির একটি ইন্সটা রিল ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে জালেবি বাই গানে তুমুল নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রী দেবাদৃতি বাসুকে। আর সেই ভিডিও শেয়ার করার পর থেকে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥