সময়ের সাথে সাথে দেশবাসীর কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমা। দিনে দিনে এই ধরনের সিনেমা দেখার আগ্রহও বাড়ছে দর্শকদের। এরফলে পরিচিতি বাড়ছে দক্ষিণ ভারতীয় অভিনেতাদেরও। এই সাউথ ইন্ডাস্ট্রির এমনই একজন জনপ্রিয় সুপারস্টার অভিনেতা হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। বাবা, ঠাকুরদার পর বংশগত পরম্পরায় তিনি যুক্ত হয়েছেন এই পেশার সাথে।
অভিনেতার ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে যায়। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ র প্রথম ভাগ মুক্তি পেয়েছে গত ১৭ ই ডিসেম্বর। এরপর আরও একটি অংশ বেরোবে৷ তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’।
শুধু দক্ষিণ ভারতে নয় গোটা দেশেই এই ছবি চলছে রমরমিয়ে। এই ছবি মুক্তির আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার রেকর্ড গড়েছিল। মুক্তি পাওয়ার পর মাত্র এক দিনেই পুষ্পার ব্যবসায়িক আয় শুনলে ঘুরবে মাথা। আল্লু অর্জন আর রশ্মিকা মন্দনার এই ছবি প্রথম দিনেই বিশ্বজুড়ে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। শুধু তেলঙ্গানাতেই মুক্তির দিনে তার ঝুলিতে ১১ কোটি ৪৫ লক্ষ টাকা, তামিলনাড়ুতে ৪ কোটি ৬ লক্ষ টাকা।
এই ছবিতে উপরি পাওয়া সামান্থার আইটেম নাচ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ‘স্পাইডার: ম্যান নো ওয়ে হোম’ এর সাথে একদিনে মুক্তি পেয়েও এই ছবি রীতিমতো কাপাচ্ছে বক্স অফিস, ভরাচ্ছে হল। ট্রেড অ্যানালিস্ট সুরেশ কোন্দি বলেন—‘আমার ধারণা, ‘পুষ্পা’ প্রথম দিনে ভারতে আয় করেছে ৩৫ কোটি রুপি। সপ্তাহ শেষে এটি শত কোটি রুপি আয় করবে।’ তামিল নাড়ুর সিনেমা হল মালিক সমিতির সভাপতি ত্রিপুরা শুভ্রমুনিয়াম বলেন, ‘প্রথম দিনের সব শো শেষ হওয়ার আগেই শুধু তামিল নাড়ুতে ‘পুষ্পা’ ৩০ কোটি রুপি আয় করেছে বলে আশা করছি।’
‘পুষ্পা’ পরিচালনা করেছেন সুকুমার (Sukumar)। ছবির গল্পেও রয়েছে চমক। মূলত চন্দনকাঠ পাচারকারী এক সাংঘাতিক দলের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বনের এক আদিবাসী কাঠমিস্ত্রী ও লরি ড্রাইভার পুষ্পা রাজ। পুষ্পা রাজের চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। আর তার বিপরীতে দেখা মিলবে অভিনেত্রী রশ্মিকা মন্দানার। অর্জুনের সর্বশেষ ফিল্ম ‘আলা বৈকুন্ঠপুরামুলো’ গত বছর মুক্তি পেয়েছিল, সেটিও বক্স অফিসে অন্যতম সফল।