• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-সলমন অতীত, বক্স অফিসের নতুন ‘কিং’ আল্লু অর্জুন! রিলিজের আগেই নতুন রেকর্ড গড়ল Pushpa 2

Published on:

Allu Arjun’s Pushpa 2 beats Shah Rukh Khan’s Pathaan and Salman Khan’s Tiger 3

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa) ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সঙ্গেই ভেঙেছিল একাধিক রেকর্ডও। শুধুমাত্র দক্ষিণেই নয়, হিন্দি মার্কেটেও দারুণ ব্যবসা করেছিল এই ছবিটি। ‘পুষ্পা’র সাফল্যের পরই নির্মাতারা ঘোষণা করেছিলেন এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। তখন থেকেই আল্লু, রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবির জন্য অধীর আগ্রহে বসেছিলেন দর্শকরা।

‘পুষ্পা ২’এর (Pushpa 2) জন্য দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হলেও, আল্লু অনুরাগীদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। রিলিজের আগেই বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং সলমন খানের আগামী ছবিগুলিকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন সাউথ সুপারস্টারের সিনেমা।

Allu Arjun in Pushpa

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যম কর্তৃক একটি ‘বিশেষ’ তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, ‘পুষ্পা’ একটি নতুন শিরোপা অর্জন করেছে। শুধু এটুকুই নয়, আল্লুর ছবি পিছনে ফেলে দিয়েছে সুপারস্টার শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’ এবং সলমন খানের ‘টাইগার ৩’কেও।

আল্লুর ছবি কোন তালিকায় ‘পাঠান’, ‘টাইগার ৩’কে পিছনে ফেলেছেন জানেন? আসলে সম্প্রতি অরম্যাক্স মিডিয়া কর্তৃক সবচেয়ে প্রতীক্ষিত হিন্দি সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে পয়লা নম্বরে রয়েছে ‘পুষ্পা ২’এর নাম। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘পাঠান’, ‘টাইগার ৩’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র নাম।

Pathaan and Tiger 3

প্রসঙ্গত, ‘পুষ্পা’ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তৈরি হলেও এটি সারা দেশে বিভিন্ন ভাষায়  রিলিজ করেছিল। ছবির সিক্যুয়েলের ক্ষেত্রেও এর অন্যথা হবে না। সেই কারণেই সবচেয়ে প্রতীক্ষিত হিন্দি ছবির তালিকায় স্থান করে নিয়েছে আল্লু অর্জুনের ছবি।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ ২০২১ সালের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি। সারা বিশ্বে মোট ৩২৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘পুষ্পা’। এর মধ্যে শুধুমাত্র হিন্দি ভাষাতেই ১০০ কোটির বেশি টাকা আয় করেছিল আল্লুর ছবি। আশা করা হচ্ছে, ‘পুষ্পা’র সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে ‘পুষ্পা ২’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥