• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের ভয়ে কাঁপবে বলিউড! তুড়ি মেরে পার হবে ১০০০ কোটি, প্রকাশ্যে আল্লু অর্জুনের পুষ্পা ২ লুক

Updated on:

Allu Arjun Pushpa 2 Look experimental look revealed

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa: The Rise) ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই দক্ষিণী ব্লকবাস্টার সিনেমার সামনে খরকুটোর মতো উড়ে গিয়েছিল বলিউডের সব সিনেমা। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনী অবলম্বনে তৈরি ‘৮৩’ সিনেমাটিও পাত্তা পায়নি সাউথের এই সিনেমার কাছে। এবার দর্শকমনে রাজ করতে আসছে এই ছবির সিক্যুয়েল।

‘পুষ্পাঃ দ্য রাইজ’এর সাফল্যের পরই ছবির নির্মাতাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। সেই ছবির নাম ‘পুষ্পাঃ দ্য রুল’ (Pushpa: The Rule)। ছবির সঙ্গে জড়িত সূত্র মারফৎ জানা হয়েছিল, আগামী বছর জুলাই-আগস্ট মাস নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Pushpa Movie Song Sami Sami Hindi

সেই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ফের বড় পর্দায় পুষ্পা এবং শ্রীভল্লির প্রেম থেকে শুরু করে, পুষ্পার মারকাটারি স্টাইল দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। এসবের মাঝেই প্রকাশ্যে এসে গেল ‘পুষ্পাঃ দ্য রুল’ ছবিতে আল্লু অর্জুনের (Allu Arjun) লুক।

সম্প্রতি সাউথের সুপারস্টার এবং বড় পর্দার ‘পুষ্পা’ আল্লু অর্জুন সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অভিনেতার পরনে লেদারের জ্যাকেট, চোখে রোদ চশমা এবং মুখে রয়েছে চুরুট। এই ছবি দেখার পর থেকে সামাজিক মাধ্যমে #পুষ্পা দ্য রুল ট্রেন্ড করা শুরু করে দিয়েছে। নেটিজেনদের মত, এই লুকেই নাকি অভিনেতাকে ‘পুষ্পা’ ছবির সিক্যুয়েলে দেখা যাবে।

Allu Arjun Pushpa The Rule look

আল্লুর অর্জুনের এই ছবিতে নেটিজেনরা একের পর এক কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। আল্লুর ‘পুষ্পা’ ছবির নায়িকা রশ্মিকা যেমন লিখেছেন, ‘ওহ মাই গড! আমি তো আপনাকে চিনতেই পারিনি আল্লু অর্জুন স্যার’। আর একজন আবার লিখেছেন, ‘এই বার তো ডাবল ফায়ার নিয়ে আসছে’।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। সাউথের এই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল রশ্মিকা মান্দানাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ফাহাদ ফাসিল, অনুসূয়া ভরদ্বাজ, ধনঞ্জয়ের মতো শিল্পীরা। ‘পুষ্পা’র ‘ও আন্থাভা’, ‘শ্রীভল্লি’ গানগুলি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এবার ফের ডাবল ধামাকা নিয়ে আসছে ‘পুষ্পাঃ দ্য রুল’। আপাতত ছবি মুক্তির অপেক্ষাতেই দিন গুনছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥