• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাত্তাও পাবে না পাঠান! আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ লুক ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Allu Arjun starer Pushpa 2 First look goes viral on social media

‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa the rise) ছবির আকাশছোঁয়া সাফল্যের মাধ্যমে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। ছবিটি রিলিজ করেছে এক বছরেরও বেশি সময় হয়ে গেলেও দর্শকদের মধ্যে এখনও ছবিটি ঘিরে ক্রেজ দেখার মতো। ‘পুষ্পা’র ব্যাপক সাফল্যের পর আপাতত প্রত্যেকেই এখন ‘পুষ্পা ২’  (Pushpa 2) তথা ‘পুষ্পাঃ দ্য রুল’এর জন্য অপেক্ষা করে বসে আছেন।

ইতিমধ্যেই আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানা (Allu Arjun-Rashmika Mandana) অভিনীত এই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি যেমন ছবিতে সাউথ সুপারস্টারের লুকও ফাঁস হয়ে গিয়েছে। ‘পুষ্পা’র মতো নয়, বরং একেবারে নতুন লুকে হাজির হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ‘পুষ্পা ২’তে দক্ষিণী তারকার নতুন লুক দেখে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে উঠেছে।

Pushpa 2, Allu Arjun, South Indian movie, entertainment, Pushpa the rule, পুষ্পা ২, পুষ্পা দ্য রুল, আল্লু অর্জুন, দক্ষিণ ভারতীয় সিনেমা, বিনোদন

কয়েক সপ্তাহ আগেই ‘পুষ্পা ২’র সেট থেকে ছবি শেয়ার করেছিলেন নির্মাতারা। সেই সঙ্গেই শ্যুটিং শুরুর খবরও দিয়েছিলেন। এবার নেটপাড়ায় ফাঁস হয়ে গেল নায়ক আল্লু অর্জুনের লুক। আসলে সম্প্রতি বিশাখাপত্তনমে ছবির দ্বিতীয় শিডিউলের শ্যুটিংয়ের জন্য গিয়েছেন আল্লু-সহ সম্পূর্ণ টিম। তখনই ফাঁস হয়ে যায় অভিনেতার লুক।

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

সুপার-ডুপার হিট ‘পুষ্পা’র পর আল্লুকে দেখার জন্য স্বাভাবিকভাবেই বিমানবন্দরে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। সেখানেই অভিনেতার নতুন লুক দেখে বেশ অবাক হয়ে যান অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ‘পুষ্পা ২’তে আল্লুর নতুন লুকের ছবি, ভিডিও।


সম্প্রতি ‘পুষ্পাঃ দ্য রুল’এর নির্মাতারা ছবির শ্যুটিং সেট থেকেও একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, শ্যুটিং ইউনিট নিজেদের মধ্যে আলোচনা করছে। ছবিটি শেয়ার করে নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল, ব্লকবাস্টার ‘পুষ্পা ২’র শ্যুটিং জোরকদমে চলছে।


প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা’ বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। দক্ষিণী এই ছবির সামনে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছিল রণবীর সিংয়ের মেগা বাজেট ‘৮৩’। ‘পুষ্পা’র হাত ধরেই রাতারাতি আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিলরা। এবার দ্বিগুণ বিনোদন, দ্বিগুণ অ্যাকশন নিয়ে আসছে ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পাঃ দ্য রুল’ তথা ‘পুষ্পা ২’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥