• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথেও চলছে টুকলি! যশের ঝেড়ে তৈরি ‘ঝুকেগা নহি’ স্টাইল! আল্লুকে ধুয়ে দিল নেটিজেনরা, রইল ভিডিও

Updated on:

Allu Arjun’s iconic Pushpa gesture was copied from a movie of Yash’s wife! Video goes viral

সাউথ ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুন (Allu Arjun) ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa: The Rise) ছবির মাধ্যমে রাতারাতি সারা দেশে সুপারস্টারের শিরোপা অর্জন করে নিয়েছিলেন। ছবিতে আল্লু ছাড়াও অভিনয় করেছিলেন ফাহাদ ফাসিল, রশ্মিকা মান্দানার মতো শিল্পীরা। দর্শকদের মধ্যে এখনও ‘পুষ্পা’ ছবির ক্রেজটাই আলাদা। তবে এবার সেই ছবির বিরুদ্ধেই উঠেছে ‘চুরি’র অভিযোগ!

কার ছবি থেকে পুষ্পা ‘চুরি’ করা হয়েছে জানেন? নেটিজেনদের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, কন্নড় তারকা যশের ছবি থেকে আল্লুর সিনেমার বেশ কিছু অংশ চুরি করা হয়েছে। আর সেই ছবি হল, যশের (Yash) আইকনিক ‘কেজিএফ’ সিনেমা।

Yash KGF

‘পুষ্পা’ ছবিতে আল্লু অভিনয় করেছিলেন একজন লাল চন্দনকাঠ পাচারকারীর চরিত্রে। তাঁর হাঁটা  থেকে ‘ঝুকেগা নহি’ স্টাইল- সবকিছু দর্শকদের মনে এখনও গেঁথে রয়েছে। সেই চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিলেন দক্ষিণী তারকা।

তবে এবার নেটিজেনদের একাংশ সরাসরি অভিযোগ তুলেছে যে, ‘পুষ্পা’র নিজস্ব কোনও গল্পই নাকি নেই। বরং বেশ কিছু ছবি থেকে ‘চুরি’ করে নিয়ে নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, পুষ্পার হাঁটা এবং একটি ছবিতে অনিল কাপুরের হাঁটা নাকি অনেকটা এক। এমনকি দাঁড়ির ভেতর দিয়ে হাত নিয়ে করা ‘ঝুকেগা নহি’ স্টাইলটাও চুরি করা!

Pushpa Jhukega nahi style

একটি ভিডিও শেয়ার করে নেটিজেনদের একাংশ লিখেছেন, সুপারস্টার যশের স্ত্রী রাধিকা পণ্ডিত অভিনীত কন্নড় ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি’ সিনেমা থেকে পুষ্পার ‘ঝুকেগা নহি’ স্টাইল চুরি করা হয়েছে।

একজন নেটিজেন সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ছবির গল্প স্বামীর থেকে এবং স্টাইল স্ত্রীয়ের থেকে চুরি করা হয়েছে। আশা করি, উনি যশের সন্তানদের থেকে কিছু চুরি করবেন না’। তবে নেটিজেনদের একাংশ ‘পুষ্পা’র বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেও, আল্লুর ভক্তরা সেসব কথায় কান দিতে নারাজ। তাঁরা আপাতত ছবির সিক্যুয়েল ‘পুষ্পাঃ দ্য রুল’এর অপেক্ষায় দিন গুনছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥