• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর অপেক্ষা নয়, শীঘ্রই আসছে পুষ্পা ২, আল্লু অর্জুনের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Pushpa 2 Movie Allu Arjun Look Revealed

দক্ষিণ ভারতীয় ছবি এই মুহূর্তে বক্স অফিসে তো বটেই, দর্শকদের মনেও রাজত্ব করছে। আর ব্লকবাস্টার দক্ষিণী ছবির কথা হবে আর সেই লিস্টে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’এর (Pushpa: the rise) নাম থাকবে না এমনটা হয় না। এই ছবির সামনেই রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের  কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত ‘৮৩’।

সুকুমার পরিচালিত এই ছবির জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিল বিদেশেও। গোটা বিশ্বে রেকর্ড টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। ‘পুষ্পা’র সাফল্যের পরই নির্মাতাদের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এই ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল (Pushpa 2) আসতে চলেছে।

Allu Arjun in Pushpa

‘পুষ্পা’র দ্বিতীয় ভাগের নাম হতে চলেছে ‘পুষ্পাঃ দ্য রুল’। প্রথম ভাগ শেষ হয়েছিল শ্রীভল্লির সঙ্গে পুষ্পার বিয়ে দিয়ে। দ্বিতীয়ভাগে সেই গল্পই এগিয়ে নিয়ে যাওয়া হবে নাকি এখানে পুষ্পার আগের জীবনের গল্প দেখানো হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এসবের মাঝেই প্রকাশ্যে এসে গেল ছবিতে আল্লুর লুক।

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত রবিবার থেকে ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। আর সেখান থেকেই সম্প্রতি আল্লুর লুক ফাঁস হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া সেই ছবিতে কিন্তু একেবারেই চেনা ‘পুষ্পা রাজ’ লুকে নয়, বরং অন্য রকম লুকে দেখা গিয়েছে অভিনেতাকে।

Allu Arjun Pushpa 2 look

জানা গিয়েছে, রবিবার শ্যুটিং ফ্লোরে গিয়েছিলেন খোদ আল্লু অর্জুন। তবে শ্যুটিং এখনও শুরু হয়নি। আগামী মাসের শুরু থেকে শুরু হবে শ্যুটিং। তবে শ্যুটিং শুরু না হলেও আল্লুর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন চিত্রগ্রাহক মিরোস্লাভ কুবা ব্রোজেক। সেই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাডভেঞ্চার শুরু!’

 

View this post on Instagram

 

A post shared by Kuba (@kubabrozek)

প্রসঙ্গত, আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এই ছবিতে বাংলার যীশু সেনগুপ্তও অভিনয় করছেন বলে জানা গিয়েছে। ভিলেনের চরিত্রে দেখা যাবে টলি তারকাকে। জানিয়ে রাখি, প্রথমে ছবিটি চলতি বছর ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের শুরুর দিকেই ‘পুষ্পা ২’ রিলিজ করবে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥