• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণ ভারত থেকে সোজা পশ্চিমবঙ্গ, এবার বাংলার এই গ্রামে হবে ‘Pushpa 2’র শ্যুটিং! আসছেন আল্লু অর্জুন

Published on:

Allu Arjun will shoot Pushpa 2 in West Bengal

২০২১ সালের অন্যতম সফল এবং চর্চিত ছবিগুলির মধ্যে একটি ছিল ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa: The Rise)। এই ছবির মাধ্যমে রাতারাতি সারা দেশে সুপারস্টারের তকমা আদায় করে নিয়েছিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। ‘পুষ্পা’র সাফল্যের পরই নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল, আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল। নাম, ‘পুষ্পাঃ দ্য রুল’ (Pushpa: The Rule)।

এবার ‘পুষ্পা’ অনুরাগীদের জন্য একটি বড় সুখবর রয়েছে। সেটি হল, শুরু হয়ে গিয়েছে ‘পুষ্পা ২’এর (Pushpa 2) শ্যুটিং। সোমবার থেকেই শ্যুটিং শুরু করেছেন তারকারা। হয়ে গিয়েছে মহরতের পুজো। তবে শুধুমাত্র এটুকুই নয়, আল্লু অর্জুনের বাঙালি অনুরাগীদের জন্য আরও বড় একটি সুখবর রয়েছে।

Pushpa

সেই সুখবর হল, এবার আর পর্দায় নয়, বরং সামনে থেকে প্রিয় অভিনেতাকে দেখতে পারবেন তাঁরা। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা গিয়েছে, ব্লকবাস্টার ‘পুষ্পা’এর শ্যুটিং হতে চলেছে বাংলার  গ্রামে । আল্লু অর্জুনের এই ছবিতে ছোট্ট একটি অংশে উঠে আসবে বাংলা। আর সেই অংশেরই শ্যুটিং হবে বাঁকুড়ায় (Bankura)। সেখানকার দক্ষিণ খাতরা অঞ্চলে আল্লু অর্জুনরা শ্যুটিং করবেন বলে জানা গিয়েছে।

বাঁকুড়ার দক্ষিণ খাতরা অঞ্চল মূলত বনাঞ্চল। আর সেখানেই শ্যুটিং করবেন দক্ষিণী সুপারস্টার। তবে কতদিন ধরে সেখানে শ্যুটিং হবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং হবে বাঁকুড়ার এই গ্রামে। দেখানো হবে, দুই স্মাগলিং র‍্যাকেটের মধ্যে গুলির যুদ্ধ হচ্ছে।

Pushpa Jhukega nahi style

আল্লু অর্জুন এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন। সেই কারণে ‘পুষ্পা ২’র মহরতের পুজোয় উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে শোনা যাচ্ছে, সেখান থেকে ফিরেই শ্যুটিংয়ে যোগ দেবেন অভিনেতা। জানা জাচ্ছেম আগামী বছর জানুয়ারি মাসে বাঁকুড়ায় শ্যুটিং করতে আসবেন তেলেগু সুপারস্টার। বছরের শুরুর জম্পেশ ঠাণ্ডার বাংলার এই গ্রামে জমজমাট অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করবেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥