• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর পর ৬ টি সিনেমায় বক্স অফিস কাঁপাতে চলেছেন আল্লু অর্জুন! ভয়ে এখন থেকেই শুকিয়ে যাচ্ছে বলিউড

এই মুহুর্তে সারা দেশব্যপী আল্লু অর্জুনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সলমন, আমির অথবা সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর কাপুরকেও কার্যত এক ছবিতেই হিলিয়ে দিয়েছেন তিনি। ছবির নাম ‘পুষ্পা’ (Pushpa)।৷ তার এই ছবির প্রতিটি ডায়লগ, হাঁটার স্টাইল সবই প্রায় রপ্ত করে ফেলেছে আমজনতা। এই প্রথম আল্লু অর্জুনের কোনোও ছবি হিন্দিতে মুক্তি পেল আর তাতেই তিনি সিক্স হাঁকিয়ে দিয়েছেন। এখন তার আগামী ছবির অপেক্ষাতেই দিন গুনছেন দর্শকেরা।

পুষ্পার জনপ্রিয়তার পর রাতারাতি আল্লুর অনুরাগী সংখ্যাও কয়েকগুণ বেড়ে গিয়েছে। বর্তমানে আল্লু বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত। আজ আপনাদের বংট্রেন্ডের পর্দায় জানাব, আল্লুর আসন্ন ছবি গুলির বিশদ বিবরণ।

   

cropped-Allu-Arjun.jpg

পুষ্পার পর আল্লু এখন ব্যস্ত এর দ্বিতীয় পর্বের শ্যুটিং নিয়ে। বলাই বাহুল্য ‘পুষ্পা দ্য রাইজ’ পার্ট ওয়ানের পর এর সেকেন্ড পার্ট দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা। এই ছবিও তুমুল হিট হবে বক্স অফিসে তা আগেই পাকা হয়ে গিয়েছে। মার্চ মাসেই শুরু হবে এই ছবির শ্যুটিং, বছরের শেষেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুষ্পা-২’। এই পার্টের নাম হবে ‘পুষ্পা দ্য রুল’।

allu arjun,bollywood,pushpa,আল্লু অর্জুন,পুষ্পা,বলিউড

প্রতিবেদন অনুযায়ী, পুষ্পা ২ এর পর আল্লু শুরু করবেন আইকন ছবির শ্যুটিং। এই ছবিতে সুপারস্টারের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে এবং কৃতি শেঠিকে। ছবির পরিচালক ভেনু শ্রীরাম। পরিচালকের সঙ্গে এটিই তার প্রথম কাজ।

Allu Arjun

এছাড়াও অভিনেতা ব্যাপতি শ্রীনু আল্লু অর্জুনের সাথে পরবর্তী ছবির জন্য আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে, আইকনের পর ব্যপতি শ্রীনু আর আল্লুর জুটি নতুন ছবি নিয়ে আসবেন৷ সামনের বছরের শেষে মুক্তি পেতে পারে এই ছবি। আরও শোনা যায়,কেজিএফ চলচ্চিত্র পরিচালক প্রশান্ত নীল তার পরবর্তী চলচ্চিত্রের জন্য আল্লু অর্জুনের সাথে কাজ করতে চলেছেন। এছাড়াও, পরিচালক মুরুগাদোসের সাথেও কাজ করবেন আল্লু। যার স্ক্রিপ্ট লেখা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মোট কথা ২০২৩ সালের মধ্যে আল্লুর মোট ৬ টি ছবি দর্শকদের জন্য তৈরি হচ্ছে।