• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-সলমনদের জমানা শেষ! সাউথ কাঁপিয়ে বলিউডে পা রাখছেন এই ৬ দক্ষিণী সুপারস্টার

Published on:

Allu Arjun to Samantha Ruth Prabhu, south Indian stars who are all set to make big Bollywood debut

এই মুহূর্তে গোটা দেশের সিনেপ্রেমী মানুষদের মনে দক্ষিণী ছবি এবং দক্ষিণী তারকারা (South Indian Stars) রাজত্ব করছেন। ‘পুষ্পা’, ‘আরআরআর’র সামনে দাঁড়াতেও পারছে না বলিউডের (Bollywood) মেগা বাজেট সিনেমাগুলি। সাউথের রমরমা বাজারে রীতিমতো ধুঁকছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। এই অবস্থায় বলিউডকে বাঁচাতে দক্ষিণী তারকাদের ওপরই আস্থা রাখছেন নির্মাতারা। সাউথ কাঁপানোর পর শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন (Debut) এই ৬ দক্ষিণী সুপারস্টার।

জুনিয়র এনটিআর (Jr NTR)- অস্কারজয়ী ‘আরআরআর’ ছবির হিরো জুনিয়র এনটিআরের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। রাজামৌলী পরিচালিত এই সিনেমার হাত ধরে গোটা বিশ্বের কাছে পরিচিত মুখ হয়ে গিয়েছেন তিনি। সেই জুনিয়র এনটিআরই ঋত্বিক রোশনের ‘ওয়ার ২’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন বলে জানা গিয়েছে।

Jr NTR, Jr NTR Bollywood debut

নয়নতারা (Nayanthara)- দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ‘লেডি সুপারস্টার’ বলা হয় তাঁকে। শীঘ্রই সেই নয়নতারা বলিউডে পা রাখতে চলেছেন। সুপারস্টার শাহরুখ খানের মেগা বাজেট সিনেমা ‘জওয়ান’র হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন তিনি।

Nayanthara, Nayanthara Bollywood debut

বিজয় সেতুপতি (Vijay Sethupati)- তামিল সুপারস্টার বিজয় সেতুপতিকে শাহিদ কাপুর অভিনীত ‘ফর্জি’ সিরিজে দেখেছেন দর্শকরা। সেই ওয়েব সিরিজে একজন কর্তব্যপরায়ণ অফিসার মাইকেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বিজয়ের অভিনয় দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। এবার এই অভিনেতাকেই বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘মুম্বইকর’ এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে। এছাড়াও শোনা যাচ্ছে, শাহরুখ খানের ‘জওয়ান’এ খলনায়কের ভূমিকাতেও থাকবেন তিনি।

Vijay Sethupati, Vijay Sethupati Bollywood debut

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- ‘পুষ্পা’ ছবির আইটেম সং ‘ও আন্থাভা’ গানে নেচে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী সুন্দরী সামান্থা। এবার এই নায়িকাও শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন বলে খবর। জানা গিয়েছে, দীনেশ ভিজানের আগামী সিনেমার হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সামান্থা। সেই সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu Bollywood debut

বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস (Bellamkonda Sai Sreenivas)- তেলেগু স্টার বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের নামও তালিকায় রয়েছে। সম্প্রতি ‘ছত্রপতি’র হাত ধরে বলিউডে পা রেখেছেন রশ্মিকা মান্দানার চর্চিত প্রেমিক। এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী নুসরত ভারুচাকে।

Bellamkonda Sai Sreenivas, Bellamkonda Sai Sreenivas Bollywood debut

আল্লু অর্জুন (Allu Arjun)- লাস্ট বাট নট দ্য লিস্ট- ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনও শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। সাউথ কাঁপানোর পর এবার ‘পুষ্পা’কে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে দেখা যাবে।

Allu Arjun, Allu Arjun Bollywood debut

ভূষণ কুমার এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবিতে দেখা যাবে আল্লু অর্জুনকে। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’র শ্যুটিং শেষ হওয়ার পর শুরু হবে এই সিনেমার কাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥