মুখোমুখি লড়াইয়ে বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan) এবং সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (Pushpa 2)! দুই সুপারস্টারের লড়াইয়ে কে শেষ পর্যন্ত বাজিমাত করবে তা দেখার জন্য অপেক্ষায় ছিলেন প্রত্যেক সিনেপ্রেমী মানুষ। অবশেষে প্রকাশ্যে এল ফলাফল। ‘বাদশা’ শাহরুখের (Shah Rukh Khan) আসন্ন ছবি ‘জওয়ান’কে হারিয়ে বিরাট রেকর্ড গড়ল আল্লুর (Allu Arjun) ‘পুষ্পা ২’।
দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’এর হাত ধরে কামব্যাক করেছেন শাহরুখ। ‘বাদশা’র কামব্যাকের ছবি বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে। সারা বিশ্বে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। অপরদিকে ২০২১ সালের ডিসেম্বর মাসে রিলিজ করেছিল ‘পুষ্পা’। মাঝখানে প্রায় দেড় বছর কেটে গেলেও ব্লকবাস্টার এই ছবি ঘিরে এখনও দর্শকমহলে ক্রেজ দেখার মতো।
তবে ‘পুষ্পা’ এবং ‘পাঠান’ দুই-ই এখন অতীত। শাহরুখ এখন ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘জওয়ান’এর কাজ নিয়ে। অপরদিকে আল্লু ‘পুষ্পা ২’র শ্যুটিং করছেন। এই দুই মেগা বাজেট সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখার মতো। তবে ‘জওয়ান’ এবং ‘পুষ্পা ২’র মধ্যে কোন ছবিটি ঘিরে দর্শকরা বেশি এক্সাইটেড?
সদ্য প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সারা ভারতের দর্শকরা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে বেশি আগ্রহী। শাহরুখের ‘জওয়ান’এর থেকেও বেশি ক্রেজ দেখা যাচ্ছে সাউথের এই সিনেমা ঘিরে। তাই স্বাভাবিকভাবেই ‘জওয়ান’কে হারিয়ে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার লড়াই জিতে নিয়েছে আল্লুর ছবি।
সম্প্রতি একটি মিডিয়া বিশ্লেষক সংস্থার তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চলতি বছর ১৫ এপ্রিল পর্যন্ত দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত হিন্দি সিনেমা (Most awaited Hindi cinema) ‘পুষ্পা ২’। দ্বিতীয় স্থানে রয়েছে সুপারস্টার শাহরুখের ‘জওয়ান’।
#OrmaxCinematix Most-awaited Hindi films, as on Apr 15, 2023 (only films releasing Jun 2023 onwards whose trailer has not released yet have been considered) pic.twitter.com/dpWTLS9nYn
— Ormax Media (@OrmaxMedia) April 18, 2023
যদিও এই তালিকায় আল্লুর ছবি বাজিমাত করলেও, দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার লিস্টে কিন্তু টপে রয়েছেন ‘বাদশা’ শাহরুখই। দ্বিতীয় স্থানে রয়েছেন ‘পুষ্পা’ অভিনেতা। যদিও নেটিজেনদের একাংশের মত, আল্লুর শীর্ষে যাওয়ার সময় এসে গিয়েছে। শীঘ্রই ‘কিং খান’কে সরিয়ে সেই স্থান অর্জন করবেন দক্ষিণী সুপারস্টার।