দীর্ঘ দেড় বছরের অপেক্ষা শেষে প্রকাশ্যে এল সাউথ সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ‘পুষ্পা ২’র (Pushpa 2) ধামাকা টিজার (Teaser)। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা’ (Pushpa) ছবিটি। এই সিনেমার সামনে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনী অবলম্বনে তৈরি ‘৮৩’।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’র হাত ধরেই রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে যান আল্লু অর্জুন। ছবির সাফল্যের দিকে নজর রেখে নির্মাতারাও সিক্যুয়েলের কথা ঘোষণা করেন। এরপর থেকেই দর্শকরা ‘পুষ্পা ২’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে আল্লু অর্জুনের জন্মদিনের দিন প্রকাশ্যে এল ছবির টিজার। সেই সঙ্গেই নিজের ফার্স্ট লুকও শেয়ার করেছেন দক্ষিণী অভিনেতা।
আল্লুর শেয়ার করা ‘পুষ্পা ২’র ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, শাড়ি (Saree) পরে রয়েছেন অভিনেতা। সেই সঙ্গেই হাতে চুড়ি এবং গয়নাও পরেছেন অভিনেতা। তাঁর লুকের সঙ্গে মা কালীর রূপের মিল পাওয়া যাচ্ছে। বলাই বাহুল্য, নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি। অপরদিকে নেটপাড়ায় ঝড় তুলেছে ‘পুষ্পা ২’র টিজারও।
View this post on Instagram
সুকুমার পরিচালিত ছবির টিজারে দেখা যাচ্ছে, জেল থেকে পালিয়েছে পুষ্পা। তাঁকে সকল পুলিশরা হন্যে হয়ে খুঁজছেন। টানা একমাস ধরে আকাশ পাতাল এক করে খোঁজার পর পুষ্পারাজের খোঁজ পান তাঁরা। জঙ্গলের একটি ভিডিওয় চিতাবাঘের সঙ্গে ৮ গুলি খেয়ে আহত পুষ্পাকে দেখতে পান পুলিশরা। শুধু তাই নয়, সেখানে দেখা যায়, পুষ্পাকে দেখে পিছিয়ে যায় চিতাবাঘটিও।
‘পুষ্পা ২’র এই টিজার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। সেই সঙ্গেই ছবি কবে রিলিজ করবে তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও তা এখনও নির্মাতাদের তরফ থেকে খোলসা করে বলা হয়নি। তবে মিডিয়া রিপোর্ট থেকে আগে জানা গিয়েছিল, চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ রিলিজ করবে বহুপ্রতীক্ষিত এই সিনেমা।
তবে এখন শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’র রিলিজ ডেট পিছিয়ে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর এপ্রিল মাস নাগাদ প্রেক্ষাগৃহে রিলিজ করবে আল্লু, রশ্মিকা অভিনীত এই সিনেমা। কারণ হিসেবে জানা গিয়েছে, এখনও ছবিটির শ্যুটিং চলছে, আর সেই কারণে স্বাভাবিকভাবেই পিছিয়ে গিয়েছে তার রিলিজ ডেট।