• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাহুবলিকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়লেন আল্লু অর্জুন, উল্লাস ভক্তদের

Updated on:

Allu Arjun,Pusp,South Indian Film,আল্লু অর্জুন,পুষ্প,ফার্স্ট লুক,First Look,Allu Arjun sets new record with Pusp First look

তেলেগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। টলিউডের স্টাইল কিং নাম পরিচিত অভিনেতা। তবে শুধু তেলেগু নয় হিন্দিতেও সমান জনপ্রিয় অভিনেতা। একেবারে ছোট থেকেই রুপোলী পর্দায় দেখা গিয়েছে অভিনেতাকে। ১৯৮৫ সালে যখন অভিনেতার বয়স তিন বছর তখন ‘বিজেতা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন। এর ষোল বছর পর ২০০১ সালে ‘ড্যাডি’ ছবি দিয়ে সিনেমায় প্রবেশ করেন তিনি।

অভিনেতার স্টাইল থেকে ফিটনেস সব কিছুই একেবারে কিলার। যে ছবিই করেছেন সেই ছবিই সুপার হিট। নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে লক্ষাধিক দর্শকদের মন জয় করেছেন অভিনেতা। সেরা অভিনেতা থেকে শুরু করে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে অভিনেতার ঝুলিতে। এমনকি বিশেষ পুরস্কার জ্যুরিও পেয়েছেন আল্লু অর্জুন। আসলে আল্লু অর্জুনের নাচের স্টাইল থেকে অ্যাকশন হোক বা রোমান্স সবেতেই একেবারে ফিদা ভক্তগন। যেকারণে সাউথের ‘স্টাইলিশ ষ্টার’ হিসাবে পরিচিত অভিনেতা।

Allu Arjun,Pusp,South Indian Film,আল্লু অর্জুন,পুষ্প,ফার্স্ট লুক,First Look,Allu Arjun sets new record with Pusp First look

পরবর্তী ছবি ‘পুষ্প’ এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। বিগত ৮ই মে ছিল অভিনেতার জন্মদিন। অভিনেতার জন্মদিনের দিনই তার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ফার্স্ট লুকে পুষ্প রূপে দেখানো হয়েছে আল্লু অর্জুনকে। আর সিনেমার এই ফার্স্ট লুক অভিনেতার অতীতের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে ইতিমধ্যেই।

সাউথের বিখ্যাত ছবি বাহুবলী, আরআরআর এর মতনই প্রথম দিনেই ইউটিউবে ২৫ মিলিয়নেরও বেশি দর্শক নিয়ে ট্রেন্ডিংয়ে ছিল পুষ্প। যেটা এর আগে কোনো দক্ষিণী ছবির ক্ষেত্রে দেখা যায়নি। তাছাড়া ফার্স্ট লুকে আল্লু অর্জুনের একটি বিশেষ ডায়ালগ ‘থাকঢেলে’ টুইটার ট্রেন্ডিংয়ে চলে আসে।

Allu Arjun,Pusp,South Indian Film,আল্লু অর্জুন,পুষ্প,ফার্স্ট লুক,First Look,Allu Arjun sets new record with Pusp First look

যেমনটা জানা যাচ্ছে ছবির মূল গল্প একটি সত্য ঘটনার ওপর। পরিচালক সুকুমার এই ছবির পরিচালনা করেছেন। আর ছবিতে সুপার ষ্টার আল্লু অর্জুনের পাশাপাশি দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। এছাড়াও থাকছেন বিজয় সেতুপতি, প্রকাশ রাজ ও জগপতি বাবু, হরিশ উথামান প্রমুখদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥