• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শতকোটি দিলেও মানুষের ক্ষতি করব না! পানমশলার পর মদের বিজ্ঞাপনও ফেরালেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন

একসময় বলিউড (Bollywood) নিয়ে দর্শকদের মধ্যে মাতামাতির শেষ না থাকলেও বর্তমানে সে সব অতীত। দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Industry) ছবিই এখন দর্শকদের প্রথম পছন্দ। স্বাভাবিকভাবেই দক্ষিণী তারকারাও নতুন জেনারেশনের নায়ক হিসাবে উঠে এসেছে। বিশেষ করে কিছু মাস আগেই রিলিজ হওয়া ‘পুষ্পা’ ছবি সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। আর ছবির দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। 

দুর্দান্ত অভিনয় থেকে সলিড স্টাইল সবেতেই মন জিতেছেন দর্শকদের। তবে শুধু রুপোলি পর্দাতেই নয় বাস্তবেও মানুষের মন জেতার মত কাজ করেছেন অভিনেতা। এখনকার দিনে তারকাদের দিয়ে বিজ্ঞাপনী তৈরী করা নতুন কিছু নয়। বিজ্ঞাপনের দৌলতে অনেক তারকার আরও কয়েক কোটি টাকা তুলে ফেলেন পকেটে। কিন্তু শুধুমাত্র টাকার জন্য বিজ্ঞাপন করতে রাজি নন আল্লু অর্জুন। 

   

Allu Arjun

বলিউডের একাধিক তারকারা কোটি টাকার জন্য শরীরের জন্য ক্ষতিকারক দ্রব্যের বিজ্ঞাপন করতে রাজি হয়ে যান। উদাহরণ স্বরূপ অজয় দেবগণ থেকে শাহরুখ খানকে বিমল পান মশলার বিজ্ঞাপনে দেখা যায়। শুধু তাই নয়, কিছুদিন আগেই অক্ষয় কুমারকেও দেখা যায় বিমলের বিজ্ঞাপণীতে। এরপরেই নিন্দায় ফেটে পড়ে নেটিজেনরা। চাপে পরে বিজ্ঞাপনী থেকে সরে আসার সিদ্ধান্ত নেন খিলাড়ি। 

এমনই পান মশলা কোম্পানির অফার গিয়েছিল আল্লু অর্জুনের কাছেও। সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক দ্রব্যের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। এবার আরও একটি খবর মিলেছে। জানা যাচ্ছে প্রায় ১০ কোটি টাকা অফার করা হয়েছিল আল্লু অর্জুনকে মদ ও পান মশলার বিজ্ঞাপনের জন্য। কিন্তু এবারেও সোজা ‘না’ বলে দিয়েছেন তিনি। 

Allu Arjun,South Indian Superstar,Allu Arjun rejects alcohol advertisement,Panmasala Advertisement,আল্লু অর্জুন,দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি,পানমশলার বিজ্ঞাপন,মদের বিজ্ঞাপন

অর্থাৎ বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের ক্ষতি করে এমন কোনো দ্রব্যের বিজ্ঞাপন করতে চান না তিনি। তবে ভালো কোনো দ্রব্যের বিজ্ঞাপনের জন্য নির্দ্বিধায় রাজি হবেন তিনি। কারণ এর আগেও সফ্ট ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় থেকে ফাস্ট ফুডের জন্য বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। 

প্রসঙ্গত, শুধুই ক্ষতিকারক দ্রব্যের বিজ্ঞাপন বয়কট নয় সাথে পরিবেশের জন্যও চিন্তা করেন আল্লু অর্জুন। বৃক্ষরোপন থেকে হশুরু করে বিভিন্ন পরিবেশ সচেতনতার কাজে দেখা যায় অভিনেতাকে। যেটা ভক্তদের আরও বেশি করে অনুপ্রাণিত করে। তবে আরেকটা বিষয় বলতেই হয়, সেটা হল ‘পুষ্পা’ এর ব্যাপক জনপ্রিয়তা পর নেটিজেনরা অধীর আগ্রহে রয়েছেন ‘পুষ্পা ২’ এর রিলিজের জন্য।