• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রয়াত পুনীত রাজকুমারকে সম্মান জানালেন আল্লু অর্জুন! সারাদিন থাকলেন অভিনেতার বাড়িতে

Published on:

পুনীত রাজকুমার,কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি,puith rajkumar,puneeth rajkumar,james,allu arjun,karnataka,আল্লু অর্জুন,কর্ণাটক

এই মুহুর্তে সারা দেশব্যপী আল্লু অর্জুনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সলমন, আমির অথবা সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর কাপুরকেও কার্যত এক ছবিতেই হিলিয়ে দিয়েছেন তিনি। ছবির নাম ‘পুষ্পা’ (Pushpa)।৷ তার এই ছবির প্রতিটি ডায়লগ, হাঁটার স্টাইল সবই প্রায় রপ্ত করে ফেলেছে আমজনতা। এই প্রথম আল্লু অর্জুনের কোনোও ছবি হিন্দিতে মুক্তি পেল আর তাতেই তিনি সিক্স হাঁকিয়ে দিয়েছেন।

শুধু তাই নয় আল্লু অর্জুনের ব্যবহার, তার পার্সোনালিটি সবই মুগ্ধ করেছে দর্শকদের। সুপারস্টার হতে গেলে যে অহংকারের প্রয়োজন নেই তা বেশ বুঝিয়ে দিয়েছেন তিনি। এবার প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত কুমারের পরিবারের সাথে দেখা করে সময় কাটিয়ে, অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে এলেন আল্লু। পুনীতের ছবিতে মাল্যদান করার ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি।

পুনীত রাজকুমার,কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি,puith rajkumar,puneeth rajkumar,james,allu arjun,karnataka,আল্লু অর্জুন,কর্ণাটক

যা এই মুহুর্তে ভাইরাল হয়ে পড়েছে। এমনকি ট্যুইটার এবং গুগলে এখন ট্রেন্ড করছেন আল্লু অর্জুন। পুনীত কুমারকে শ্রদ্ধা জানানোর ছবি শেয়ার করে আল্লু অর্জুন লিখেছেন, ‘ পুনীত রাজকুমারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা… তাঁর পরিবার বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্খীদের প্রতি আমার শ্রদ্ধা।’

পুনীত রাজকুমার,কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি,puith rajkumar,puneeth rajkumar,james,allu arjun,karnataka,আল্লু অর্জুন,কর্ণাটক

গতবছর ২৯ শে অক্টোবর আচমকা মৃত্যু হয় বিখ্যাত কন্নড় অভিনেতা পুনীত কুমারের (Punith kumar)। মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা। কেবল অভিনেতা বা সেলিব্রিটি ছিলেন না তিনি। দুঃস্থদের জন্য তিনি ছিলেন ভগবান। তাই তাঁর চলে যাওয়াও চলচ্চিত্র জগতে যেমন হাহাকার তৈরি হয়েছে, তেমন দুঃস্থ দরিদ্ররাও হারিয়েছেন মাথার উপরের ছাদটুকু। পুনীতের ভরসাতেই ছিলেন অনেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥