• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সালমান সাবধান! ভাইজানকে টেক্কা দিয়ে Pushpa 2’র জন্য এত কোটি নিচ্ছেন ১০০০ কোটির সুপারস্টার আল্লু

Published on:

Allu arjun is repotedly taking 125 crore for Pushpa 2

আল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’(Pushpa : The Rise) ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই ছবির মাধ্যমে রাতারাতি সারা দেশে সুপারস্টার তকমা আদায় করে নিয়েছিলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। এবার শীঘ্রই এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। ‘পুষ্পা ২’এর (Pushpa 2) মহরত পুজো হয়ে গিয়েছে। তবে এবার এই ছবিতে আল্লুর পারিশ্রমিক সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এসেছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ দক্ষিণ ভারতে তো বটেই হিন্দি ইন্ডাস্টিতেও চুটিয়ে ব্যবসা করেছে। বলিউডের দর্শকদেরও ইমপ্রেসও করেছিল পুষ্পার স্টাইল। ছবিটির হিন্দি ভার্সন বক্স অফিস থেকে আয় করেছিল ১০৮ কোটি টাকা। আর স্বাভাবিকভাবেই ছবি হিট হতেই তাল মিলিয়ে বেড়ে গিয়েছে অভিনেতার পারিশ্রমিকও।

Pushpa

আগেই শোনা গিয়েছিল, দর্শকদের মনোরঞ্জনের জন্য ‘পুষ্পা’ নির্মাতারা কোনও খামতি রাখতে চাইছেন না। ৪৫০ কোটির এক বিশাল বাজেটে তৈরি হচ্ছে ‘পুষ্পা ২’ তথা ‘পুষ্পাঃ দ্য রুল’। এসবের মাঝেই আল্লুর পারিশ্রমিকও সামনে এসেছে। দক্ষিণী অভিনেতা এই ছবির জন্য যে পরিমাণ পারিশ্রমিক চেয়েছেন তা শুনে চোখ কপালে উঠেছে দর্শকদের।

শোনা যাচ্ছে, আল্লু জানিয়েছেন, ১০০ কোটি পারিশ্রমিকেও হবে না! ‘পুষ্পা’র সিক্যুয়েলের জন্য সাউথ সুপারস্টার ১২৫ কোটি টাকা নিচ্ছেন। হ্যাঁ, ঠিকই দেখছেন! পারিশ্রমিক হিসেবে এই বিপুল অঙ্ক ঘরে তুলছেন আল্লু।

Allu Arjun in Pushpa

‘পুষ্পা ২’এর জন্য এই আকাশছোঁয়া পারিশ্রমিক নেওয়ার সঙ্গেই দেশের ‘হাইয়েস্ট পেইড’ অভিনেতাদের মধ্যে একজন হয়ে গিয়েছেন আল্লু। নাম তুলে ফেলেছেন সলমন খান, অক্ষয় কুমারের তালিকায়। আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর জন্য ১২৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন। এবার সেই তালিকায় নাম তুলে ফেললেন সাউথ সুপারস্টারও।

Salman Khan and Akshay Kumar

‘পুষ্পা ২’এর রিলিজের দিক থেকে বলা হলে, শোনা যাচ্ছে শীঘ্রই এই ব্লকবাস্টার সিনেমার শ্যুটিং শুরু করবেন আল্লু, রশ্মিকা-সহ কলাকুশলীরা। বিগ বাজেট এই সিনেমায় আল্লু, রশ্মিকা, ফাহাদ ছাড়াও সাউথের আর এক নামী অভিনেত্রী সাই পল্লবীও থাকবেন বলে শোনা গিয়েছে। জানা যাচ্ছে, এক আদিবাসী মেয়ের চরিত্র অফার করা হয়েছে এই দক্ষিণী সুন্দরীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥