• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক ছবিতে ‘পাঠান’-‘পুষ্পা’, শাহরুখের এই সিনেমার হাত ধরে বলিউড ডেবিউ করছেন আল্লু অর্জুন!

Published on:

Allu Arjun is ready to make Bollywood debut with Shah Rukh Khan’s Jawan

‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) হাত ধরে বলিউডে (Bollywood) পা রাখতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। হ্যাঁ, ঠিকই দেখছেন। এবার একসঙ্গে জুটি বাঁধছেন দুই ইন্ডাস্ট্রির এই দুই সুপারস্টার। সম্প্রতি একাধিক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আল্লুর বলিউড ডেবিউর (Bollywood debut) কথা জানা গিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন ‘কিং খান’এর কোন সিনেমায় থাকবেন ‘পুষ্পা’ (Pushpa)?

আল্লু এই মুহূর্তে তাঁর আগামী ছবির ‘পুষ্পাঃ দ্য রুল’এর (Pushpa: The Rule) কাজ নিয়ে ব্যস্ত আছেন। সুকুমার পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। ব্লকবাস্টার ‘পুষ্পাঃ দ্য রাইজ’এর (Pushpa: The Rise) সিক্যুয়েল এটি। এই ছবির কাজ চলাকালীনই এবার শাহরুখের হাত ধরে আল্লুর বলিউড ডেবিউর খবর শোনা গেল। স্বাভাবিকভাবেই দুই সুপারস্টারের অনুরাগীদের উন্মাদনাই আকাশ ছুঁয়েছে।

Allu Arjun Bollywood debut

শাহরুখ এমন একজন অভিনেতা যার হাত ধরে বলিউডে পা রেখেছেন বহু নামী অভিনেতা-অভিনেত্রী। এবার সেই লিস্টেরই নবতম সংযোজন হতে চলেছেন ‘পুষ্পা’ অভিনেতা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘কিং খান’এর আগামী ছবি ‘জওয়ান’এ দেখা যাবে আল্লুকে।

দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় নায়িকা এবং খলনায়িকা হিসেবে অভিনয় করছেন সাউথের দুই নামী তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতি। পরে জানা যায়, বিশেষ ভূমিকায় দেখা যাবে সাউথ সুপারস্টার থালাপতি বিজয় এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এখন জানা গেল, আল্লুও থাকবেন এই সিনেমায়।

Allu Arjun Bollywood debut

জানা গিয়েছে, শাহরুখ খানের ‘জওয়ান’এ আল্লুর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ক্যামিও রোল হলেও ছবিতে সেই চরিত্রের প্রভাব থাকবে অনেকখানি। ইতিমধ্যেই সাউথ সুপারস্টারের কাছে অফার চলে গিয়েছে। এখনও অবধি তিনি জবাব দেননি। তবে শোনা যাচ্ছে, ‘বাদশা’ শাহরুখের ছবিতে অভিনয়ের অফার ফেরাবেন না আল্লু।

উল্লেখ্য, সাউথ সুপারস্টার এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘পুষ্পাঃ দ্য রুল’এর শ্যুটিংয়ের কাজে ব্যস্ত আছেন। জানা গিয়েছে, এই ছবিতে দ্বিগুণ অ্যাকশন, দ্বিগুণ ধামাকা থাকবে। ‘পুষ্পা ২’র সাফল্যের জন্য যেমন নির্মাতারা দু’হাতে টাকা ঢালছেন, তেমনই আল্লুও নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥