• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা কোটি পেরোলেও একজনকেই ফলো করেন দক্ষিণী সুপারষ্টার আল্লু অর্জুন

Published on:

Allu Arjun

তেলেগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। টলিউডের স্টাইল কিং নাম পরিচিত অভিনেতা। তবে শুধু তেলেগু নয় হিন্দিতেও সমান জনপ্রিয় অভিনেতা। একেবারে ছোট থেকেই রুপোলী পর্দায় দেখা গিয়েছে অভিনেতাকে। ১৯৮৫ সালে যখন অভিনেতার বয়স তিন বছর তখন ‘বিজেতা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন। এর ষোল বছর পর ২০০১ সালে ‘ড্যাডি’ ছবি দিয়ে সিনেমায় প্রবেশ করেন তিনি।

অভিনেতার স্টাইল থেকে ফিটনেস সব কিছুই একেবারে কিলার। যে ছবিই করেছেন সেই ছবিই সুপার হিট। নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে লক্ষাধিক দর্শকদের মন জয় করেছেন অভিনেতা। সেরা অভিনেতা থেকে শুরু করে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে অভিনেতার ঝুলিতে। এমনকি বিশেষ পুরস্কার জ্যুরিও পেয়েছেন আল্লু অর্জুন।

Allu Arjun

অভিনেতার অভিনীত সেরা ছবির মধ্যে কয়েকটি হল আরিয়া, আরিয়া ২, বেদম, সান অব সত্যমূর্তি এর মত একাধিক ছবি। আর পারাগু ও ভেদাম ছবির জন্যই নানান অ্যাওয়ার্ড ও সন্মান পেয়েছেন অভিনেতা। সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জেরে অভিনেতার জনপ্রিয়তাও একেবারে তুঙ্গে। বাস্তবে যেমন লক্ষ লক্ষ ভক্ত রয়েছে অভিনেতার, তেমনি সোশ্যাল মিডিয়াতেও বিশাল সংখ্যক ফলোয়ার রয়েছে আল্লু অর্জুনের।

South Movie,Allu Arjun,Instagram,আল্লু অর্জুন,দক্ষিণী অভিনেতা,allu arjun follow only 1 person in instagram,স্নেহা রেড্ডিকে,Allu Sneha Reddy

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে ১১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে অভিনেতার। যেটা সত্যিই একটা বিশাল সংখ্যা। কিন্তু জানলে অবাক হবেন কয়েক মিলিয়ন ফলোয়ার থাকলেও অভিনেতা  নিজে কিন্তু একজনকেই ফলো করেন। এতবড় একজন অভিনেতা শুধু মাত্র একজনকে ফলো করেন! তাহলে নিশ্চই খুব স্পেশাল কেউ একটা হবে। একদমই তাই, আসলে আল্লু অর্জুন শুধুমাত্র তার অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী স্নেহা রেড্ডিকে (Allu Sneha Reddy) ফলো করেন।

South Movie,Allu Arjun,Instagram,আল্লু অর্জুন,দক্ষিণী অভিনেতা,allu arjun follow only 1 person in instagram,স্নেহা রেড্ডিকে,Allu Sneha Reddy

২০১১ সালে হায়দ্রাবাদে রাজকীয় আয়োজনে স্নেহার সাথে সাতপাকে বাধা পড়েন আল্লু অর্জুন। অবশ্য বিয়ের দুবছর যেতে না যেতেই তাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। যেটা একেবারেই ভুয়া ছিল, কারণ অভিনেতা নিজেই এর প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছিলেন এমন কোনো কিছুই ঘটছে না। বর্তমানে আল্লু অর্জুন ও সেনা রেড্ডি দুই সন্তানের মা বাবা। তাদের দুই সন্তান, এক ছেলে ও এক মেয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥