• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই মাটির মানুষ, সাধারণ মানুষের মত লাইন দিয়েই স্বর্ণ মন্দিরে পুজো দিলেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন

Published on:

Allu Arjun enters Punjab Swarna Mandir as Normal People Netizens praise Pushpa Actor for simplicity

ভারতীয় দর্শকদের বিনোদনের কথা উঠলেই সবার আগে আসে সিনেমার নাম। আর সিনেমাকে কেন্দ্র করে বলিউড (Bollywood) থেকে সাউথ (South Films) এর মত একাধিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। প্রতিটা ইন্ডাস্ট্রির নিজস্ব বিশেষত্ব রয়েছে। তবে বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে যে তফাৎ রয়েছে সেটা একপ্রকার আকাশ পাতাল বলা যেতে পারে। বলিতারকাদের বিরুদ্ধে অভদ্র ও অহংকারী ব্যবহারের জন্য নিন্দা শোনা যায়। অন্যদিকে দক্ষিণী তারকাদের ভদ্র ব্যবহার থেকে অভিনয় সবকিছুই যেন মুগ্ধ করে নেটিজেনদের।

এমনই একজন দক্ষিণী সুপারষ্টার হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। কয়েক মাস আগে তাঁর ‘পুষ্পা’ ছবি রিলিজ হয়েছিল। যেটা ভারতে তো বটেই গোটা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। তবে শুধুই যে পর্দায় দুর্দান্ত হিরোগিরির জন্য তিনি প্রশংসিত তা কিন্তু একেবারেই নয়। বরং বাস্তবে সেলেব্রিটি হওয়া সত্ত্বেও একেবারে মাটির মানুষ আল্লু অর্জুন। সেই কারণেই তাকে আরও বেশ করে পছন্দ নেটিজেনদের।

Allu Arjun Rejects Crore rupee Alcohol advertisement offer

সম্প্রতি, আবারও নেটমাধ্যমে চর্চায় উঠে এসেছে আল্লু অর্জুনের নাম। কেন? সেটা আরেকটু পড়লেই জানতে পারবেন। সেলেব্রিটি মানেইঝাঁ চকচকে লাইফ স্টাইল। তারকারা যেখানেই যান সেখানেই ভিড় লেগে যায় ভক্তদের। বডিগার্ড থেকে শুরু করে বাউন্সার থাকে তারকাদের ঘিরে। স্পেশাল ব্যবস্থার আয়োজন করা হয় তাদের জন্য। কিন্তু আল্লু অর্জুন কিন্তু বাকিদের মত নন।

সম্প্রতি পাঞ্জাবের বিখ্যাত স্বর্ণ মন্দিরের ঘুরতে গিয়েছিলেন আল্লু অর্জুন। স্ত্রী স্নেহা রেড্ডির জন্মদিন উপলক্ষেই অমৃতসরের মন্দিরে হাজির হয়েছিলেন সুপারস্টার। চাইলেই সেলিব্রিটি হওয়ার দরুন ভিআইপি প্রবেশ পথ দিয়ে নিমেষে পুজো দিয়ে চলে আসতে পারতেন তিনি। কিন্তু সেটা তিনি করেননি বরং আর পাঁচজন সাধারণ মানুষের মত লাইন দিয়েই পুজো দিয়েছেন।

Allu Arjun with family in Punjab Swarna Mandir

শুধু তাই নয়, তারকারা যেখানে যান না কেন দেহরক্ষীর সর্বদা সাথে নিয়ে চলেন। কিন্তু আল্লু অর্জুন সেটাও করেননি। সুপারষ্টার হওয়া সত্ত্বেও এত ভদ্র ও নম্র ব্যবহার মুগ্ধ করেছে নেটিজেনদের। আর মন্দিরে পুজোর দেওয়ার ছবিও নেটপাড়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥