• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুই সপ্তাহ পর শুটিং থেকে ফিরলেন আল্লু অর্জুন, সুপারস্টার বাবাকে এভাবেই স্বাগত জানাল ‘পুষ্পা ‘ কন্যা

Published on:

আল্লু অর্জুন,আল্লু অর্জুনের মেয়ে,পুষ্পা,allu arjun,allu arjun daughter,allu arha,pushpa

দক্ষিণের সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) বর্তমানে তার সুপার ডুপার হিট ছবি ‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa the rise) নিয়ে আলোচনায় রয়েছেন। এই ছবিটি বক্স অফিসে প্রচুর ৪০০ কোটির উপর আয় করেছে। শুধু ভারতে নয় বিদেশেও ছবিটি দুর্দান্ত সাফল্য পেয়েছে। ছবির হিন্দি ভার্সন ইতিমধ্যেই হার মানিয়েছে বলিউডের আচ্ছা আচ্ছা ছবিকেও।

পুষ্পার পর আল্লু অর্জুনের জনপ্রিয়তা এক লাফে কয়েকগুণ বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে মানুষ পাগল। ইনস্টাগ্রামে অভিনেতাকে ১৬ মিলিয়নেরও বেশি মানুষ অনুসরণ করেন। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় তিনি ,মাঝেমধ্যেই পরিবারের সাথে কাটানো নানান মিষ্টি মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করে থাকেন অভিনেতা। এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও আল্লু খুবই পারিবারিক একটি মানুষ। স্ত্রী সন্তানদের নিয়ে জমিয়ে সংসার করছেন তিনি।

সম্প্রতি আল্লু কন্যার একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলাই বাহুল্য আল্লু অর্জুন এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেতাদের একজন। তাই ইচ্ছে থাকলেও পরিবারকে খুব বেশি সময় দিতে পারেন না অভিনেতা। গত প্রায় ১৬ দিন শ্যুটিং এর কাজে বাইরে ছিলেন ‘পুষ্পা ‘ , অবশেষে ২ সপ্তাহ পর বাড়ি ফিরলেন আল্লু। আর এত দিন পর বাবা বাড়ি ফিরবে বলে তাকে স্বাগত জানাতে দারুন সারপ্রাইজ দিয়েছে আল্লু কন্যা।

আসলে সদর দরজার সামনে ফুল দিয়ে রঙ্গোলি বানিয়ে আল্লু কন্যা লিখেছে ‘স্বাগত নানা’। মেয়ের এই মিষ্টি উপহার পেয়ে বেজায় খুশি অভিনেতা। এই রঙ্গোলির সামনে দাঁড়ানো ছোট্ট মেয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আল্লু অর্জুন। এই পোস্টটি শেয়ার করে আল্লু অর্জুন লিখেছেন – ১৬ দিন বাইরে থাকার পর যখন ফিরে এলাম, তখন আমাকে এই বিশেষ ভাবে স্বাগত জানানো হয়েছিল।

প্রসঙ্গত ,আল্লু অর্জুন ২০১১ সালে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। তাদের দুই সন্তান একটি পুত্র এবং একটি কন্যা। ছেলের নাম আয়ান আর মেয়ের নাম আরহা। কিছু দিন আগে, আল্লু অর্জুনও তার ইন্সটা স্টোরিতে তার মেয়ের একটি ভিডিও শেয়ার করেছিলেন। এখানে ছোট্ট আরহাকে তামিল ভাষায় তার বাবাকে কিছু বলতে দেখা যায়।

আল্লু অর্জুনের ছোট মেয়ে আরহা দেখতে খুবই কিউট। সে কথা বলতে ভালোবাসে এবং খুব বুদ্ধিমানও বটে। বাবা তার বন্ধু , আল্লু অর্জুনের সাথে অনেক কিছু শেয়ার করে সে। মজার ব্যাপার হলো শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আরহা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥