গোটা দেশজুড়ে এখন দক্ষিণী সিনেমার জয়জয়কার। একের পর ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে রীতিমতো কড়া টক্কর দিচ্ছে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে। যার সাম্প্রতিকতম উদাহরণ হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) বক্স অফিস হিট সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ'(Pushpa The Rise)। গত বছরের শেষ দিকে অর্থাৎ ১৭ ডিসেম্বর বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের পুষ্পা।
যা তেলেগু,এবং হিন্দি সহ মুক্তি পেয়েছে মোট পাঁচটি ভাষায়। আর মুক্তির পর থেকেই একের পর নিত্যনতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে এই সিনেমা। তাই এখন গোটা দেশে চায়ের ঠেক থেকে সোশ্যাল মিডিয়ার দেওয়াল সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে এই সিনেমাটি। কেউ সিনেমার পুষ্পার জনপ্রিয় ডায়লগ বলছেন, তো কেউ পুষ্পার গানে নাচ করছেন।

সবমিলিয়ে এখন পুষ্পা জ্বরে কাঁপছে গোটা দেশ। এই সিনেমার শেষেই জানানো হয়েছে এর পরবর্তী সিক্যুয়েল মুক্তির কথা। তাই পুষ্পার পার্ট টু দেখার অপেক্ষায় এখন থেকেই দিন গুনতে শুরু করেছেন ভক্তরা। একজন সামান্য দিন মজুর থেকে গোটা সিন্ডিকেট রাজ করতে শুরু করে পুষ্পা দেখিয়ে দিয়েছে উত্থান কাকে বলে। সিনেমায় দেখা গিয়েছে ইতিমধ্যেই একাধিক শত্রু তৈরি হয়েছে পুষ্পার। যারা প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।

এই সিনেমার এমনই একজন মহিলা খলচরিত্র হল মঙ্গলম শ্রীনুর স্ত্রী দক্ষিণাণী (Dakshayani)। পুষ্পার প্রথম পর্বে তার চরিত্রের ক্রুড়তা তথা নিষ্ঠুর রূপ দেখেছেন দর্শক। তার সামনে কারও মুণ্ডচ্ছেদ করা হলেও কিছু যায় আসে তার এমনই ভয়ঙ্কর সে। এমনকি স্বামী শ্রীনুর বুকে বসে ব্লেড দিয়ে তার গলা কাটতেও হাত কাঁপে না এই লেডি ভিলেনের। ইতিমধ্যেই দেখা গেছে পুষ্পা তার ভাই মোগলিসকে খুন করেছে। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে দক্ষিণাণি।

শোনা যাচ্ছে পরবর্তী পর্বে তাকে আরও ভয়ঙ্কর রুপে দেখা যাবে। উল্লেখ্য এই দক্ষিণানি চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের বিখ্যাত অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ (Anusua Bhardwaj)। বাস্তব জীবনে তিনি অত্যন্ত গম্ভীর, স্পষ্টভাষী, সাহসী এবং সুন্দরী। জানা যায় দীর্ঘ ১৯ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তবে শুধু অভিনেত্রী নয় তিনি একসময় একজন অ্যাঙ্কর এবং হোস্টও ছিলেন।২০১৬ সালে তিনি অভিনয় জগতে পা রাখেন। বর্তমানে দুই সন্তানের মা অনসূয়া। সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী।














