• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তার দৌড়ে বাহুবলী প্রভাসকে হারিয়ে দিলেন তেলেগু অভিনেতা আল্লু অর্জুন

Updated on:

তেলেগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun), টলিউডে বেশ জনপ্রিয়। অন্যদিকে তেলেগু অভিনেতা প্রভাসও (Prabhas) বেশ জনপ্রিয় টলিউডে। দুজনের জনপ্রিয়তাই টলিউডে তুঙ্গে, তবে সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক জনপ্রিয় পুরুষ হলেন অভিনেতা আল্লু অর্জুন। প্রভাসকে টপকে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন অভিনেতা আল্লু অর্জুন।

তেলেগু ছবির এই দুই অভিনেতাই বাক্স অফিসে একাধিক হিট ছবি করেছেন। যার ফলে দুজনেরই অনুগামীদের সংখ্যা অগণিত! তবে টলিউডের ছবি গুলির হিন্দি সংস্করণের ফলে আরো জনপ্রিয়তা বেড়েছে এই দুই অভিনেতার। বাহুবলি ছবির জন্য প্রাভাস বেশ জনপ্রিয় হয়েছিলেন। টলিউড হোক বা বলিউড উভয় ছবি জগতের দর্শকরাই দুজনের ছবি দেখার জন্য অপেক্ষায় উচ্ছসিত থাকেন। এবার সোশ্যাল মিডিয়াতে এই টলিউড অভিনেতাদের  মধ্যে কে বেশি জনপ্রিয় তা যাচাই করা হল।

আল্লু অর্জুন (Allu Arjun)

টলিউডের স্টাইল কিং নাম পরিচিত আল্লু অর্জুন। সম্প্রতি তিনি একটি ছবি করেছেন ‘আলা বৈকুণ্ঠপুরমুলুর’ (Ala Vaikunthapurramuloo ) যেটি জনপ্রিয়তার শিখরে আছে এই মুহূর্তে। অভিনেতা খুব শীঘ্রই তার পরবর্তী ছবির জন্য শুটিং চালু করবেন। পরবিরতি ছবির নাম ‘পুষ্প’ (Pushpa) যেখানে অভিনেতাকে দেখা যাবে রাশ্মিকা মন্দনার (Rashmika Mandanna )বিপরীতে।

প্রভাস (Prabhas)

বাহুবলি খ্যাত প্যান ইন্ডিয়ার এই অভিনেতা বেশ জনপ্রিয়। বিশেষত বাহুবলি ছবির পরে তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে। প্রভাসের হাতে এই মুহূর্তে ৩টি ছবি রয়েছে। যাদের মধ্যে একটি হল ‘রাধে শ্যাম’ (Radhe Shyam) যেখানে পূজা হেজের বিরুদ্ধে দেখা যাবে অভিনেতাকে। এছাড়াও নাগ অশ্বিন ও ওম রাউতের সাথে এক একটি ছবি রয়েছে যেখানে দীপিকা পাদুকোন,অমিতাভ বচ্চন ও সাইফ আলী খানের সাথে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।

মহেশ বাবু (Mahesh Babu)

মহেশ বাবুকে লোকে টলিউডের রাজা হিসাবে জানেন। এই অভিনেতাকে শেষ দেখ গিয়েছিল ‘সরিলেরু নীকেশ্বরু’ (Sarileru Neekevvaru) ছবিতে। অভিনেতাকে পরবর্তীকালে গীতা গোবিন্দম হেলমার পরশুরামের পরিচালিত ছবিতে দেখা যাবে। এছাড়াও এস এস রাজামৌলীর সাথে একটি ছবিতে দেখা যাবে মহেশ বাবুকে যেটি সম্ভবত ২০২২শে রিলিজ হবে।

পবন কল্যাণ (Pawan Kalyan)

টলিউডে পবন কল্যাণ পাওয়ার কিং হিসাবে পরিচিত। টলিউডের এই অভিনেতাকে ভাকিল সাহেব ছবিতে দেখা যাবে যেটি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)ও তাপস্যি পান্নুর (Tapassi pannu)’পিঙ্ক’ (Pink) ছবিরই একটু রিমেক হবে।

জুনিয়ার এনটিআর (Junior NTR)

টলিউডের জনপিয় তারকাদের মধ্যে জুনিয়ার এনটিআরও রয়েছেন। এই অভিনেতাকে ২০২১ সালে তার পরবর্তী ছবিতে দেখা যাবে। ছবিতে আলিয়া ভাট (Alia Bhatt), অজয় দেবগনদের (Ajay Debgan) মত বলিউড তারকাদের দেখা যাবে। জানা যেচে ছবিটির মোট বাজেট ৪০০ কোটি টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥