• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটির সুপারস্টার হয়েও অহংকারহীন! গণপতি বিসর্জনে মেয়ের সাথে রাস্তাতেই নাচলেন আল্লু অর্জুন

Published on:

Allu Arjun and daughter dance together in Ganapati Visarjan, watch video

এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয়, তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun)। ‘পুষ্পা’ ছবির মাধ্যমে রাতারাতি সারা দেশের মানুষের কাছ থেকে ‘সুপারস্টার’ তকমা আদায় করে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। এবার সেই অভিনেতাই ফের একবার নিজের ‘নিরহংকার’ ব্যক্তিত্বের পরিচয় দিয়ে অনুরাগীদের মন জয় করে নিলেন।

এমনিতেই আল্লুর ‘নিরহংকার’ ব্যক্তিত্বের কথা অনুরাগীদের অজানা নয়। তবে এবার অভিনেতা যে কাজ করেছেন তা দেখার পর নেটিজেনদের কাছে মুগ্ধ হওয়া ছাড়াও আর কোনও উপায় ছিল না। সম্প্রতি নেটদুনিয়ায় আল্লু অর্জুনের গণপতি বিসর্জনের (Ganapati Visarjan) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সুপারস্টারের ব্যবহারের ভূয়সী তারিফ করেছেন নেটিজেনরা।

Allu Arjun

আল্লু সোমবার নিজের ইনস্টাগ্রামে গণপতি বিসর্জনের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে গণপতি বিসর্জনে মেতেছেন সাউথ সুপারস্টার। সঙ্গে অভিনেতার কর্মচারীরাও ছিলেন।

Allu Arjun with daughter

সেই ভিডিও শেয়ার করে আল্লু ক্যাপশনে লিখেছেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া’। ‘পুষ্পা’ অভিনেতার শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, সুপারস্টার তকমা দূরে সরিয়ে মেয়ে আরহার সঙ্গে রাস্তায় নেমে গণপতি বিসর্জনে মেতেছেন তারকা। কিছুক্ষণ পর মেয়েকে কোলে নিয়েই নাচতে দেখা যায় সাউথ সুপারস্টারকে। আরহাকে গণপতি বিসর্জনের উৎসবে অংশগ্রহণ করার জন্য উৎসাহিতও করতে দেখা যায় আল্লুকে।

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

পর্দার ‘পুষ্পা’ অভিনেতার এই ব্যবহার দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। যেভাবে আরহাকে গণপতি বিসর্জনে অংশগ্রহণ করার জন্য অভিনেতা উৎসাহিত করছেন তা বেশ ভালোলেগেছে নেটিজেনদের। একজন যেমন সেই ভিডিওয় কমেন্ট করেছেন, ‘ওনাকে এমন করতে দেখে খুব ভালোলাগছে’। আর একজন আবার লিখেছেন, ‘দারুণ স্পিরিট’।

আল্লুর কাজের দিক থেকে বলা হলে, গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’। আল্লু, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার শীঘ্রই সেই ছবির সিক্যুয়েল ‘পুষ্পাঃ দ্য রুল’ আসতে চলেছে। প্রথম ছবিটির মতোই এই ছবিটিও লিখছেন এবং পরিচালনা করছেন সুকুমার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥