• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ে জিতেছেন সকলের মন, রইল কোটিপতি দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সম্পত্তির পরিমাণ

Published on:

South Actress Sai Pallavi Luxurious House Car Net Worth Wiki Bio

গত এক বছর ধরে বলিউড খানিকটা কোনঠাসা হয়ে পড়েছে, সেই সুযোগে একের পর এক ছক্কা মারছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি। আল্লু অর্জুন, রাম চরণ, জুনিয়র এনটিআররা রাতারাতি আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন। সেই সঙ্গেই বেড়েছে দক্ষিণী নায়িকাদের (South Indian actress) জনপ্রিয়তাও।

রশ্মিকা মান্দানা, সাই পল্লবী (Sai Pallavi), সামান্থা রুথ প্রভুরা দর্শকদের কাছে হয়ে উঠেছেন পরিচিত মুখ। শুধুমাত্র যশ, খ্যাতিই নয়, দু’হাতে অর্থও উপার্জন করছেন এই দক্ষিণী সুন্দরীরা। আজকের প্রতিবেদনে সাউথের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী সাই পল্লবীর সম্পত্তির হিসেব (Sai Pallavi net worth) তুলে ধরা হল।

Sai Pallavi

১৯৯২ সালের ৯ মে তামিলনাড়ুতে জন্ম সাই পল্লবীর। শুধুমাত্র ভালো অভিনেত্রীই নন, তিনি পড়াশোনাতেও দারুণ ছিলেন। অনেকেই হয়তো জানেন না, এই দক্ষিণী সুন্দরী জর্জিয়ার একটি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারির পড়াশোনা সম্পূর্ণ করেছেন।

পড়াশোনা এবং অভিনয়ের পাশাপাশি সাই পল্লবীর নাচের প্রতিও বরাবর ঝোঁক ছিল। দর্শকরা হয়তো জানেন, এই দক্ষিণী সুন্দরী একজন দক্ষ নৃত্যশিল্পীও। স্বাভাবিকভাবেই এত প্রতিভাবান এই শিল্পী যে প্রচুর সম্পত্তির অধিকারিণী হবেন তাও খানিক জানা কথাই।

Sai Pallavi

বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, ‘প্রেমম’, ‘ফিদা’ অভিনেত্রী এই মুহূর্তে প্রত্যেক মাসে প্রায় ৩০ লাখ টাকা আয় করেন। বার্ষিক আয়ের নিরিখে বলা হলে, সেই অঙ্কটা প্রায় ৪ কোটির কাছাকাছি। বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে লাক্সারি গাড়ি- নিজের প্রতিভার সৌজন্যে অভিনেত্রী তৈরি করেছেন সব।

Sai Pallavi

অনেকেই হয়তো জানেন না, ৩০ বছরে পা দেওয়ার আগেই সাই পল্লবী একজন মিলিয়নেয়ার হয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রার নিরিখে বলা হলে সেই অঙ্কটা ২৯ কোটি টাকা। সাই পল্লবী যদি কয়েক কোটি টাকার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনগুলি না ফেরাতেন তাহলে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ যে আরও অনেক বেশি হতো সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥