• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্পত্তির নিরিখে কে বেশি ধনী? রইল নব দম্পতি সিদ্ধার্থ-কিয়াররা মাথা ঘোরানো সম্পত্তির হিসেব

Published on:

All you need to know about Kiara Advani Sidharth Malhotra Net worth combined

গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের (Bollywood) ‘শেরশাহ’ জুটি হিসেবে খ্যাত সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। ৫ বছরের আলাপ এবং প্রায় ৩ বছরের সম্পর্ক শেষে পরিণয় সূত্রে (Sidharth Kiara wedding) আবদ্ধ হলেন দু’জনে। সংবাদমাধ্যমের বিনোদনের পাতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়- সব জায়গাতেই আপাতত শুধু তাঁদের নিয়েই চর্চা হচ্ছে।

মিসেস মলহোত্রা এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছে। একের পর এক রিলিজ করছে তাঁর ছবি। এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে ঠাসা কাজ। অপরদিকে সিদ্ধার্থেরও ডিম্যান্ড তুঙ্গে। বলিউড কাঁপানোর পর শীঘ্রই অভিনেতা ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন। রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’এর মাধ্যমে ওয়েব ডেবিউ করবেন তিনি।

Sidharth Malhotra and Kiara Advani net worth

সিদ্ধার্থ-কিয়ারার কাজের বহর শুনেই বেশ বোঝা যাচ্ছে, দু’হাতে টাকা আয় করছেন তাঁরা। আজকের প্রতিবেদনে বি টাউনের এই দুই তারকারই মোট সম্পত্তির পরিমাণ তুলে ধরা হল। যা শুনলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এর মাধ্যমে বলিউড ডেবিউ করা সিদ্ধার্থ দেখতে দেখতে এক দশকেরও বেশি সময় কাটিয়েছে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। এত বছর যশ, খ্যাতির সঙ্গেই আয় করেছেন ভালো অর্থও। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পর্দার বিক্রম বাত্রা এখন প্রায় ৭৫ কোটি টাকার মালিক।

Sidharth Malhotra net worth

অপরদিকে সিদ্ধার্থের ডেবিউর বেশ কয়েক বছর পর ইন্ডাস্ট্রিতে পা রাখেন কিয়ারা। ‘ফাগলি’ ছবির মাধ্যমে ডেবিউ হয়েছিল তাঁর। এরপর একাধিক সুপারহিট ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পর্দার সাক্ষী ধোনি এই মুহূর্তে প্রায় ২৩ কোটি টাকার মালকিন। অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস মলহোত্রার কাছে এই মুহূর্তে প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

Kiara Advani net worth

যদিও শুধুমাত্র এই অর্থই নয়, সিদ্ধার্থ-কিয়ারার নিজস্ব বাড়ি এবং বেশ কয়েকটি লাক্সারি গাড়িও রয়েছে। জানা গিয়েছে, সিড দু’টি বিলাসবহুল গাড়ির মালিক। অপরদিকে কিয়ারার গ্যারেজেও সাজানো রয়েছে ৩টি দামি গাড়ি। সব মিলিয়ে, মলহোত্রা দম্পতি যে বলিউডের বড়লোক কাপলদের মধ্যে একজন তা বুঝে নিতে কিন্তু কোনও অসুবিধা হচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥