বলিউড অভিনেতা শাহিদ কাপুরের অনুরাগীর সংখ্যা প্রচুর। কেরিয়ারের শুরু থেকেই নিজের ‘চকোলেট বয়’ লুকস দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। সেই সময় ‘কবীর সিং’য়ের মতো চরিত্র নয়, বরং রোম্যান্টিক নায়কের বেশে বেশি দেখা যেত শাহিদকে। অভিনেতার কেরিয়ারের এমনই একটি মিষ্টি প্রেমের ছবি ছবি ‘বিবাহ’ (Vivah)।
শাহিদ কাপুরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন অমৃতা রাও। দু’জনের জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। অবশ্য শুধুমাত্র নায়ক-নায়িকাই নয়, ‘বিবাহ’ ছবিতে শাহিদের শ্যালিকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অমৃতা প্রকাশকেও (Amrita Prakash) দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
সাইড রোল হলেও ছবিতে অমৃতার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ছবি। আজও তাই দর্শকরা তাঁকে ‘বিবাহ’ ছবির জন্য মনে রেখেছেন। তবে জানিয়ে রাখি, শাহিদের ছবির সেই শিশুশিল্পী আজ অনেক বড় হয়ে গিয়েছেন। রূপের দিক থেকে বিচার করা হলে, তিনি যে কোনও বলিউড অভিনেত্রীকে টেক্কা দিতে পারবেন।
সম্প্রতি অমৃতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তাঁর বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। যা দেখে হুঁশ ওড়ার জোগাড় হয়েছে নেটিজেনদের। কোথাও দেখা যাচ্ছে গোলাপি রঙের টপ আর শর্টস পরে রয়েছেন। কোথাও আবার দেখা যাচ্ছে, শার্টের সঙ্গে শর্টস পরে রয়েছেন। এই ছবিগুলি দেখে নেটিজেনদের অনেকে ধরতেই পারেননি ইনিই ‘বিবাহ’ ছবির সেই পুঁচকে অমৃতা।
জানিয়ে রাখি, অমৃতার অভিনয় জগতে পা রেখেছিলেন মাত্র ৪ বছর বয়সে। সিনেমা করার আগে প্রচুর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ২০০২ সালে ‘তুম বিন’ ছবিতে মিলি চরিত্রের মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল অমৃতার। সেখানেও দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
ডেবিউর পর থেকে অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি ‘বিবাহ’ অভিনেত্রীকে। ‘কোই দিল ম্যায় হ্যায়’, ‘উই আর ফ্যামিলি’, ‘এক বিবাহ অ্যায়সা ভি’সহ একাধিক জনপ্রিয় ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন শাহিদ কাপুর-অমৃতা রাও অভিনীত ‘বিবাহ’ ছবির মাধ্যমেই।