• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুষ্কার থেকে দ্বিগুণ সুন্দরী তাঁর ননদ! বিরাট কোহলির বোনের কাছে ফেল বলিউড নায়িকারা, রইল ছবি

Published on:

All you need to know about Virat Kohli’s sister Bhawna Kohli Dhingra

বলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী (Bollywood actress) হলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তিনি যে কত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। যদিও বলিউড নায়িকা হওয়ার পাশাপাশি অভিনেত্রীর আরও একটি পরিচয় রয়েছে। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) ঘরণী।

২০১৭ সালে সাত পাক ঘুরেছিলেন ‘বিরুষ্কা’। এখন তাঁদের একটি মেয়েও রয়েছে। সন্তান-সংসার সামলে ফের কাজে ফিরেছেন অনুষ্কা। যদিও আজকের এই প্রতিবেদন বিরাট কিংবা অনুষ্কাকে নিয়ে নয়। বরং বিরাটের বোনকে (Virat Kohli sister) নিয়ে।

Virat Kohli Anushka Sharma

বিরাট এত নামী একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও তাঁর পরিবারের লোকেদের ব্যাপারে অনেক অনুরাগীই জানেন না। প্রাক্তন ভারত অধিনায়করা তিন ভাইবোন। সবচেয়ে ছোট অবশ্য বিরাটই। তাঁর দাদার নাম বিকাশ এবং দিদির নাম ভাবনা (Bhawna Kohli Dhingra)। আজকের এই প্রতিবেদন বিরাটের দিদি ভাবনাকে নিয়েই।

Virat Kohli's sister, Bhawna Kohli Dhingra

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের দিদি হওয়া সত্ত্বেও ভাবনা নিজেকে লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রেখেছেন। সেই কারণে অনেক অনুরাগীই হয়তো তাঁকে দেখেননি। জানিয়ে রাখি, বিরাটের দিদি ব্যবসার সঙ্গে যুক্ত। ভাবনাকে দেখতে এতটাই সুন্দরী যে তিনি চাইলেই টেক্কা দিতে পারেন নিজের ভাইয়ের বৌ-সহ সকল বলিউড অভিনেত্রীদের।

Virat Kohli's sister, Bhawna Kohli Dhingra

বিরাট-অনুষ্কার বিয়ের সময় ভাবনার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। তখন তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। সেখানেও নিজের এবং নিজের পরিবারের নানান ছবি শেয়ার করে থাকেন বিরাটের দিদি।

Virat Kohli's sister, Bhawna Kohli Dhingra

জানিয়ে রাখি, বয়সে কিছুটা বড় হলেও বিরাটের সঙ্গে তাঁর দিদির সম্পর্কটা অনেকট বন্ধুর মতো। ভাই-বোন একে অপরের খুব কাছের। বিরাট নিজের দিদি তো বটেই, তাঁর সন্তানদেরও প্রচণ্ড ভালোবাসেন। প্রসঙ্গত, ভাবনার স্বামী তথা বিরাটের জামাইবাবুর নাম সঞ্জয় ধিংড়া। তাঁদের দুই সন্তান রয়েছে। একজনের নাম আয়ুষ এবং আর একজনের নাম মেহেক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥