• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইউভান থেকে কবীর, রইল টলিউডের জনপ্রিয় তারকা সন্তানদের নামের আসল অর্থ

বিনোদন জগতে অভিনেতা অভিনেত্রীরা নিজের সন্তানদের নামকরণের ক্ষেত্রে বরাবরই বিশেষ ভাবে নজর দিয়ে থাকেন।কেউ নিজেদের নামের সাথে মিলিয়ে নাম রাখেন আবার কেউ বেছে বেছে রাখেন বিশেষ অর্থপূর্ণ অভিনব নাম। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো এমনই কয়েকজন জনপ্রিয় তারকা সন্তানদের নামের আসল অর্থ।

ইউভান (Yuvan): টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র ছেলে ইউভান। এই বয়সেই রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন এই জনপ্রিয় তারকা সন্তান।  ২০২১ সালে লকডাউনের মধ্যেই জন্মগ্রহণ করা ইউভানের নামের রয়েছে বিশেষ অর্থ। অভিধান ঘেঁটে জানা গিয়েছে এই ইউভান শব্দের অর্থ মহাদেব কিম্বা সদা জাগ্রত, সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী

   

Subhashree shares Raj Yuvan's sweet moment on instagram

কবীর (Kabir): টলিউডের জনপ্রিয় এই তারকা সন্তানদের তালিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক আর প্রযোজক নিসপাল সিং রানের একমাত্র ছেলে কবীর। লকডাউনেই জন্মগ্রহণ করা ছেলের নাম রাখার ক্ষেত্রে বেশ চিন্তাভাবনা করেই নাম রেখেছিলেন অভিনেত্রী। জানা যায় এই কবীর নামের অর্থ হল শক্তিশালী, মহান এবং নেতা।

Koel Mallick with Husband Nispal Singh Son Kabir

ঈশান (Yishaan): তুমুল বিতর্কের মধ্যেই ২ বছর আগে টলিউড অভিনেত্রী নুসরত জাহানের কোল  আলো করে জন্ম নিয়েছিল একরত্তি ঈশান। স্বামী তথা টলিউড অভিনেতা যশ দাসগুপ্তের নামের সাথেই ছেলের নাম মিলিয়ে নাম রেখেছিলেন ঈশান। এই নামের অর্থ উত্তর পূর্ব কোণ। এছাড়াও মহাদেবেরও আর এক নাম ঈশান। টলিউড,Tollywood,তারকা সন্তান,Star Kid,নামের অর্থ,Name Meaning,ইউভান,Yuvan,কবীর,Kabir,ঈশান,Yishaan,কেশব,Keshav,আদিদেব,Aadidev,সহজ,Sohoj,প্রণীল.Pranil,মেঘলা,Meghla,ইদারা,Idara

কেশব (Keshav): সিনে তারকা না হলেও বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতার রাজা গোস্বামী এবং অভিনেত্রী মধুমনি গোস্বামীর একমাত্র ছেলে কেশবও অনুরাগীদের কাছে দারুন জনপ্রিয়। কেশবের নামকরণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে একবার মধুবনী নিজেই বলেছিলেন শ্রীকৃষ্ণ এবং শিবের নাম মিলিয়েই তিনি নিজে ছেলের এই নামকরণ করেছেন।

Raja Goswami's reaction on netizens criticism

আদিদেব (Aadidev): জি বাংলায় রান্নাঘর খ্যাত জনপ্রিয় সঞ্চারিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং অগ্নিদের চট্টোপাধ্যায়ের ছেলের নাম আদিদেব। তার এই নামের অর্থ সৃষ্টিকর্তা। দেবাধিদেব মহাদেবের আরেক নামও কিন্তু আদিদেব।

টলিউড,Tollywood,তারকা সন্তান,Star Kid,নামের অর্থ,Name Meaning,ইউভান,Yuvan,কবীর,Kabir,ঈশান,Yishaan,কেশব,Keshav,আদিদেব,Aadidev,সহজ,Sohoj,প্রণীল.Pranil,মেঘলা,Meghla,ইদারা,Idara

সহজ (Sohoj):  টালিপাড়ার অন্যতম চর্চিত প্রাক্তন সেলিব্রিটি জুটি রাহুল অরুণদের বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাদের একমাত্র সন্তানের নাম সহজ। নামের মতোই সহজ রাহুল প্রিয়াঙ্কার ছেলের নামের অর্থ।

Rahul Arunoday Banerjee Priyanka Sarkar

প্রণীল (Pranil): টলিউড অভিনেত্রী তথা বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে প্রণীল বসু। এই নামের অর্থ শিব।

টলিউড,Tollywood,তারকা সন্তান,Star Kid,নামের অর্থ,Name Meaning,ইউভান,Yuvan,কবীর,Kabir,ঈশান,Yishaan,কেশব,Keshav,আদিদেব,Aadidev,সহজ,Sohoj,প্রণীল.Pranil,মেঘলা,Meghla,ইদারা,Idara

মেঘলা ও ইদারা (Meghla and Idara): অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং পরিচালক বিরসা দাসগুপ্তের দুই মেয়ে মেঘলা এবং ইদারা। মেঘলা নামের মানে একদিকে যেমন মেঘাচ্ছন্ন অন্যদিকে ইদারা নামের অর্থ সমৃদ্ধি বা জ্ঞান।প্রসঙ্গত মেঘলা ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন টলিউডে।

site