• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকিয়ে প্রেম করছেন টলিউডের স্বপ্ন সুন্দরীরা, রইল তাঁদের গোপন প্রেমিকদের হদিশ

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে সুন্দরী অভিনেত্রীদের (Actress) কমতি নেই। তাঁদের অপরূপ রূপে মুগ্ধ গোটা বাংলা। সোশ্যাল মিডিয়া থেকে রুপালি পর্দা তাঁদের উপস্থিতিতে ঝড় ওঠে অসংখ্য পুরুষ হৃদয়ে। কিন্তু টলিউডের এই স্বপ্ন সুন্দরীদের স্বপ্নের পুরুষ কারা? আজ বং ট্রেন্ডের পাতায় থাকল সেইসব টলি সুন্দরীদের সেলিব্রেটি ক্রাশদের (Celebrity Crush) তালিকা।

১. রাইমা সেন (Raima Sen): টলিউড ইন্ডাস্ট্রির এজলেস বিউটির মধ্যে অন্যতম হলে মহানায়িকা সুচিত্রা সেনের বড় নাতনি রাইমা সেন। বয়স ৪০ পেরোলেও চেহারা দেখে তা বোঝার উপায় নেই একফোঁটাও। এই বয়সেও কখনো শাড়ি কিংবা ওয়েস্টার্ন পোশাকে রীতিমতো ঝড় তোলেন বাংলার অসংখ্য পুরুষ হৃদয়ে।

   

Raima Sen's condition for marriage

টলিউডের এই স্বপ্ন সুন্দরীর অনুরাগীর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়! তবে জানেন কি অপরূপ সৌন্দর্যের অধিকারী এই টলি সুন্দরীর জীবনের প্রথম ক্রাশ কে? তিনি আর কেউ নন, তিনি হলেন হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’-এর নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও।

২. মিমি চক্রবর্তী (Mimi Chakraborty): টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী। বছরভর হাতে ঠাসা কাজ থাকে তাঁর। বাস্তব জীবনে সিঙ্গেল হলেও মিমির পুরুষ ভক্তদের সংখ্যাও রয়েছে চোখে পড়ার মতো। তবে মিমির মনের মানুষ অর্থাৎ সেলিব্রেটি ক্রাশ কিন্তু একজনই। তিনি হলেন হলিউডের সুপারম্যান হেনরি কাভিল।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,ক্রাশ,Crush,রাইমা সেন,Raima Sen,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,সোলাঙ্কি রায়,Solanki Roy,মধুমিতা সরকার,Madhumita Sarcar,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,কৌশানী মুখার্জী,Koushani Mukherjee

৩.সোলাঙ্কি রায় (Solanki Roy): বাংলা বিনোদন জগতের দাপুটে অভিনেত্রী সোলাঙ্কি রায়। স্টার জলসার  জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছেনদী’ করেই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও বর্তমানে তিনি ছোট পর্দা দর্শকদের কাছে খড়ি নামেই বেশি পরিচিত। তবে সম্প্রতি গাঁটছড়া ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। মিষ্টি অভিনেত্রী সোলাঙ্কির প্রথম ভালবাসা কিন্তু হলিউড তারকা টম ক্রুজ।

Unknown facts about khori actress Solanki Roy 

৩.মধুমিতা সরকার (Madhumita Sarcar): বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে আজও তিনি পাখি নামেই বেশি পরিচিত। তবে এই মুহূর্তে বাংলা সিনেমার পাশাপাশি দাপিয়ে কাজ করছেন ওয়েব সিরিজেও। ত্বন্বী এই অভিনেত্রীর বোল্ড লুক দেখে নিমেষে ঘায়েল হয় অসংখ্য পুরুষ হৃদয়। তবে মধুমিতার মন কিন্তু ছোট থেকেই পড়ে রয়েছে একজনের প্রতি। তিনি হলেন বলিউড বাদশা শাহরুখ খান।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,ক্রাশ,Crush,রাইমা সেন,Raima Sen,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,সোলাঙ্কি রায়,Solanki Roy,মধুমিতা সরকার,Madhumita Sarcar,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,কৌশানী মুখার্জী,Koushani Mukherjee

৫. ঐন্দ্রিলা সেন (Oindrila Sen): টলিউড সুন্দরীদের এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরার সাথে তাঁর সম্পর্কের কথা এখন ইন্ডাস্ট্রিতে এক কথায় ওপেন সিক্রেট। তবে এই টলি সুন্দরী কিন্তু ছোটবেলাতেই জোর ক্রাশ খেয়েছিলেন বলিউড তারকা শাহিদ কাপুর কে দেখে।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,ক্রাশ,Crush,রাইমা সেন,Raima Sen,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,সোলাঙ্কি রায়,Solanki Roy,মধুমিতা সরকার,Madhumita Sarcar,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,কৌশানী মুখার্জী,Koushani Mukherjee

৬. কৌশানী মুখার্জী (Koushani Mukherjee): সুন্দরী এই অভিনেত্রীদের তালিকায় রয়েছেন টলিউডের লিডিং হিরো বনি সেনগুপ্তর প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানি মুখার্জি।

টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,ক্রাশ,Crush,রাইমা সেন,Raima Sen,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,সোলাঙ্কি রায়,Solanki Roy,মধুমিতা সরকার,Madhumita Sarcar,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,কৌশানী মুখার্জী,Koushani Mukherjee

তবে কৌশানি কিন্তু ছোট থেকেই ক্রাশ খেয়ে বসে আছেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশনের ওপর। ঋত্বিকের অন্ধ ভক্ত তিনি।