এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের (Tollywood actress) নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly)। একের পর এক সিনেমায় দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর স্ত্রীকে। এখনও অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। যেমন সুন্দরী দেখতে, তেমনই অভিনয়- সিনেমার নির্মাতাদের কাছে শুভশ্রীর যে চাহিদা থাকবে তা তো জানা কথাই। তবে আজকের এই প্রতিবেদন টলি ডিভা শুভশ্রীকে নিয়ে নয়, বরং তাঁর দিদি দেবশ্রী গাঙ্গুলীকে (Deboshree Ganguly) নিয়ে।
শুভশ্রী এখন টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। স্বাভাবিকভাবেই তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে। তবে অনেকেই হয়তো জানেন না, তাঁর দিদি দেবশ্রীও কিন্তু সিনেমায় অভিনয় করেছেন। সৌন্দর্যের নিরিখে তিনি যে কোনও নায়িকাকে টেক্কা দিতে পারেন। আজকের প্রতিবেদনে টলি ডিভার দিদি (Subhashree Ganguly sister) দেবশ্রীর সম্বন্ধেই কিছু অজানা কথা তুলে ধরা হল।

শুভশ্রীর দিদি এমন একজন মানুষ যিনি সবসময় বোনের পাশে থেকেছেন। বোনকে স্বপ্নপূরণ করার জন্য উৎসাহ দিয়েছেন। দেবশ্রী নিজেও টলিউডে ভাগ্য পরীক্ষা করেছেন। রাজর্ষি দে পরিচালিত ‘কাঞ্চনজঙ্ঘা’য় অভিনয় করেছেন তিনি। এছাড়াও উইন্ডোজের আসন্ন সিনেমা ‘ফাটাফাটি’তেও দেখা যাবে তাঁকে। তবে দেবশ্রীর কাজের মতোই ব্যক্তিগত জীবনও কিন্তু বেশ বৈচিত্রপূর্ণ।

দেবশ্রী খুব কম বয়সে সাত পাকে বাঁধা পড়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সেই সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলে অনীশকে একা হাতে মানুষ করেন দেবশ্রী। তবে দিদির এই লড়াইয়ে সবসময় পাশে থেকেছে শুভশ্রী। দুই বোন যেন সত্যিই একে অপরের পরিপূরক।

প্রথম বিয়ে ভাঙলেও ফের ভালোবাসা আসে দেবশ্রীর জীবনে। ২০২১ সালে সাদামাটাভাবে রেজিস্ট্রি করে গাঁটছড়া বাঁধেন তিনি। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। বিয়ের মাস খানেকের মধ্যেই স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তিনি। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে দেবশ্রী এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন। এছাড়াও সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সৌন্দর্যের জন্য বরাবর নেটিজেনদের থেকে প্রশংসা পেয়েছেন শুভশ্রীর দিদি। বেশ কিছু ফ্যান ক্লাবও রয়েছেন দেবশ্রীর।














