• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভয় পেয়ে পাঁচিল টপকাতে গিয়ে পা ভেঙেছিলেন! এতদিনে ছোটবেলার কীর্তি ফাঁস করলেন চৈতি ঘোষাল

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায় (Bengali Cinema) অভিনয় করার পাশাপাশি বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতেও অত্যন্ত পরিচিত মুখ তিনি। তবে অভিনেত্রীর  ছোটবেলাটা কেটেছিল বাবার কড়া শাসনের মধ্যে। একবার জি বাংলার জনপ্রিয় টক শো অপুর সংসারে (Apur Songsar) এসে সঞ্চালক তথা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়েরকে সেকথাই জানিয়েছিলেন অভিনেত্রী।

সেখানে অভিনেত্রীর কাছে সঞ্চালকের প্রশ্ন ছিল তিনি কি বাড়িতে না বলে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে অভিনেত্রী বলেন একবার তারা বন্ধুবান্ধবরা মিলে ঠিক করেছিলেন সিনেমা দেখতে যাবেন, আর সিনেমা দেখে ফেরার পথে গড়িয়াহাট থেকে ঘুরে আসবেন। সে সময় অভিনেত্রী সঙ্গে নিয়েছিলেন তাঁর ছোট ভাইকেও। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩-৪ বছর।

   

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,চৈতি ঘোষাল,Chaiti Ghoshal,অজানা কথা,Unknown Facts,অপুর সংসার,Apur Songsar

সেই পুরনো স্মৃতিতে ডুব দিয়েই এদিন অভিনেত্রী বলেন ‘আমার ছোট ভাই বাবা বাড়ি ঢুকতে না ঢুকতেই বলে দেয় বাবা আমরা কিন্তু গড়িয়াহাট যাইনি, সিনেমা দেখিনি’। আর  এই ভাবেই বাড়িতে না বলে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন অভিনেত্রী।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,চৈতি ঘোষাল,Chaiti Ghoshal,অজানা কথা,Unknown Facts,অপুর সংসার,Apur Songsar

শুধু তাই নয় এদিন অভিনেত্রী তাঁর কলেজ  জীবনেরও বেশ কিছু অজানা সিক্রেট শেয়ার করেন। আসলে চৈতি ছোটবেলা থেকেই খুবই দুরন্ত ছিলেন। আর সেই তিনিই স্কুলের গন্ডি পেরিয়ে এসে পড়েন গোখলে কলেজে। আর কলেজে ভর্তি হওয়ার পর একেবারে স্কুলের মতই আটকা পড়ে যান অভিনেত্রী।

আর তাঁদের কলেজের গেটের বাইরে যে গার্ড দাঁড়িয়ে থাকতেন তিনি নাকি খুবই কড়া ধাঁচের ছিলেন। কলেজের বাইরে পা রাখতে দিতেন না কাওকে। তাই অভিনেত্রী তার নাম দিয়েছিলেন হিটলার। কিন্তু দিনের পর দিন এমন শাসনের মধ্যে থাকতে একসময় নাকি দমবন্ধ হয়ে আসছিল অভিনেত্রীর।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,চৈতি ঘোষাল,Chaiti Ghoshal,অজানা কথা,Unknown Facts,অপুর সংসার,Apur Songsar

তাই একবার ওই ‘হিটলার’এর চোখে ফাঁকি দিয়েই নাকি গেট টপকে পালানোর চেষ্টা করেছিলেন চৈতি। আর তাতেই নাকি পড়ে গিয়ে পা ভেঙে বসেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত অভিনেত্রীকে শেষ বার ছোট পর্দায় দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বৌমা একঘর’এ। যদিও অল্পদিনেই সেই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর।