যে কোনও মানুষের সফলতার পিছনে লুকিয়ে থাকে অনেক বড় এক সংগ্রামের গল্প। কঠোর পরিশ্রম এবং হার না মানা মানসিকতার মাধ্যমেই একজন মানুষ সকল বাধা কাটিয়ে সফল হতে পারেন। ব্যতিক্রম নন দলীপ সিং রানা (Dalip Singh Rana) ওরফে ‘দ্য গ্রেট খালি’ও (The Great Khali)।
WWE খ্যাত ‘দ্য গ্রেট খালি’ এখন সারা বিশ্বে সুপরিচিত। নিজের কাজের মাধ্যমে তৈরি করেছেন নিজের পরিচয়। ভারতের এই নামী কুস্তিগীরকে এক ডাকে সারা দুনিয়া চেনে। তবে লম্বা-চওড়া চেহারার এই মানুষটিকে অনেকে চিনলেও, তাঁর জীবন সংগ্রামের অজানা কাহিনী কিন্তু অনেকেই জানেন না। আজকের প্রতিবেদনে সেই কাহিনীই তুলে ধরা হল।
বিশ্ববন্দিত এই কুস্তিগীরের জীবন সংগ্রামের বেশ কিছু কাহিনী তুলে ধরা হয়েছে তাঁকে নিয়ে লেখা বই ‘দ্য ম্যান হু বিকাম খালি’তে। সেখান থেকেই জানা গিয়েছে, ভারতের এই নামী তারকা এক সময় চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। এমনকি অর্থাভাবের জন্য পড়াশোনা বন্ধ করতেও বাধ্য হন দলীপ।
স্কুলের ফি দেওয়ার মতো সামর্থ্য দলীপের পরিবারের কাছে ছিল না। তাই প্রায়ই শিক্ষকরা নানানভাবে তাঁকে অপমান করতেন। কিন্তু যখন পরিবারের অর্থকষ্ট চরমে ওঠে, তখন পড়াশোনা বন্ধ করে পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। স্কুল ছেড়ে বেরিয়ে পড়েন কাজের সন্ধানে।
‘দ্য গ্রেট খালি’র জীবনে এমনও একটা সময় এসেছিল, যখন মাত্র ৫ টাকার বিনিময়ে উদয়াস্ত শ্রমিকের কাজ করেছেন। সংসার চালানোর জন্যই তিনি বাধ্য হয়েছিলেন সেই কাজ করতে। তবে শত অভাবের মধ্যেও শরীরচর্চা বন্ধ করেননি তিনি। ১৯৯৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জেতার পরই ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে।
পরের বছর ফের একই খেতাব জিতেছিলেন দলীপ। তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তাঁকে নিজে ডেকে কথা বলেছিলেন। এরপর WWE’তে অংশগ্রহণ করার পর থেকে তো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাঁর জনপ্রিয়তা। ঘুচতে থাকে অর্থকষ্ট।
তবে এখন অবশ্য WWE’র দুনিয়া থেকে খানিক সরে এসে বিনোদন দুনিয়ার মানুষ হয়ে উঠেছে ‘দ্য গ্রেট খালি’। বহু রিয়্যালিটি শো, বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। বলিউড তারকাদেরও খুব প্রিয় পাত্র হলেন দলীপ। শোনা যায়, একসময় অর্থকষ্টের কারণে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হওয়া ‘দ্য গ্রেট খালি’ এখন প্রায় ৯৬ কোটি টাকার মালিক।