• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের কেউই সাধু নয়, দু’বার বিয়ে থেকে একাধিক পরকীয়া, রইল সানি দেওলের সব কেচ্ছা কাহিনী

Published on:

All you need to know about Sunny Deol’s controversial love life

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের (Bollywood actor) মধ্যে একজন হলেন সানি দেওল (Sunny Deol)। ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সন্তান তিনি। আজ আলাদা করে সানির কোনও পরিচয়ের প্রয়োজন পরে না। ১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমার মাধ্যমে বলিউডের পা রাখার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সানিকে। বি টাউনের এই নামী অভিনেতা চিরকাল নিজের জীবন পর্দার আড়ালেই রেখে এসেছেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক অনুরাগীই জানেন না। আজকের এই প্রতিবেদনে সানির জীবনের একাধিক অজানা কেচ্ছাই তুলে ধরা হল।

স্ত্রী পূজা দেওলের সঙ্গে গোপনে বিয়ে – সানি বি টাউনের এমন একজন অভিনেতা যার বিয়ের ছবি অনুরাগীরা দেখেনি বললেই চলে। নেটদুনিয়াতেও পাওয়া যায় না তাঁর বিয়ের ছবি। শোনা যায়, ১৯৮৪ সালে সাত পাল ঘুরেছিলেন সানি এবং তাঁর স্ত্রী। পূজা (Pooja Deol) পেশায় একজন লেখিকা। সানি, ধর্মেন্দ্র, ববি দেওল অভিনীত ‘ইয়মলা পাগলা দিওয়ানা’ ছবির স্ক্রিপ্টের বেশ কিছু অংশ তিনি লিখেছিলেন বলে জানা যায়।

Sunny Deol wedding

তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, ১৯৮৪ সালে নয়, বরং সানি ও পূজা অনেক আগেই সাত পাক ঘুরেছিলেন। তবে নিজের কেরিয়ারের কথা মাথায় রেখে সেই বিয়ে দীর্ঘ সময় ‘গোপন’ রেখেছিলেন দু’জনে।

অমৃতা সিংয়ের সঙ্গে প্রেম – সইফ আলি খানের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে সানি একসময় সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। ‘বেতাব’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দু’জনে। সেখান থেকেই সানি এবং অমৃতা (Amrita Singh) কাছাকাছি এসেছিলেন বলে শোনা যায়। তবে সারা আলি খানের মা যে মুহূর্তে জানতে পেরেছিলেন অভিনেতা বিবাহিত, সেই মুহূর্তে তিনি সম্পর্কে ইতি টানেন।

Sunny Deol Amrita Singh

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে প্রেম – সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার প্রেম বলিউডের চর্চিত প্রেমগুলির মধ্যে একটি। কারণ সানি সেই সময় বিবাহিত তো ছিলেনই, ডিম্পলও (Dimple Kapadia) তখন দুই সন্তানের মা। তবে সেই সময় সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে থাকতেন না তিনি। যদিও দু’জনের ডিভোর্সও হয়নি।

Sunny Deol Dimple Kapadia

বলিউডের অন্দরের গুঞ্জন, একসঙ্গে কাজ করার সময়ই সম্পর্ক গড়ে উঠেছিল সানি এবং ডিম্পলের। শোনা যায়, দু’জনে নাকি গোপনে সাত পাকও ঘুরে ফেলেছিলেন। অভিনেত্রীর দুই মেয়ে রিঙ্কি এবং টুইঙ্কল সানিকে ‘ছোটে পাপা’ বলে সম্বোধনও করতেন। যদিও শোনা যায়, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন দু’জনে।

রবীনা ট্যান্ডনের সঙ্গে প্রেম – ডিম্পলের সঙ্গে প্রেমে ইতি পড়ার পরেই সানি তাঁর ‘জিদ্দি’ ছবির সহ অভিনেত্রী রবীনার (Raveena Tandon) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়।

Sunny Deol Raveena Tandon

অভিনেত্রী সেই সময় অক্ষয় কুমারের সঙ্গে ব্রেক আপের ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন। কাজ করতে করতেই একে অপরের প্রতি আকৃষ্ট হন সানি এবং রবীনা। তবে শোনা যায়, ছবি মুক্তির পরেই শেষ হয়ে গিয়েছিল দু’জনের সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥