• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের থেকেও বেশি সুন্দরী বৌদি! সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে বৌদিকে দেখে ফিদা নেটপাড়া

Published on:

All you need to Know about Sidharth Malhotra’s sister in law Poornima Malhotra

মঙ্গলবার রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের দুই নামী তারকা সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই ‘শেরশাহ’ জুটির বিয়ের ছবি ঘুরছে। কেউ বলছেন, অনেক ভাগ্য করে জন্মেছেন বলেই সিদ্ধার্থের মতো বর পেয়েছেন কিয়ারা। কারোর মতে আবার, কিয়ারার মতো সুন্দরী বউ পাওয়াও চারটিখানি কথা নয়! যদিও বউয়ের সৌন্দর্যের দিক থেকে বলা হলে, মলহোত্রা পরিবারের ভাগ্য বরাবরই ভালো। কারণ সিদ্ধার্থের বৌদিও (Sidharth Malhotra sister in law) কিন্তু কোনও নায়িকার থেকে কম যান না।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ অভিনেতা সিদ্ধার্থের জন্ম দিল্লিতে। তাঁর এক দাদা রয়েছে, নাম হর্ষদ মলহোত্রা। কয়েকদিন আগেই জয়সেলমের বিমানবন্দর থেকে তাঁর ভিডিও ভাইরাল হয়েছিল। অবশ্য শুধুমাত্র সিডের দাদা নয়, তাঁর বৌদিকেও ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাৎজিরা। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। জানিয়ে রাখি, ‘শেরশাহ’ অভিনেতার বৌদির নাম পূর্ণিমা মলহোত্রা (Poornima Malhotra)।

Sidharth Malhotra sister in law, Sidharth Malhotra bhabhi

সিদ্ধার্থের মতো নামী তারকার বৌদি হলেও নিজেকে বরাবরই লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছেন পূর্ণিমা। রূপের নিরিখে কোনও নায়িকার থেকে কম না গেলেও লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসেন তিনি। শোনা যায়, সিডের বৌদি একজন গৃহবধূ হওয়ার পাশাপাশি সোশ্যাল ওয়ার্কারও।

Sidharth Malhotra sister in law, Sidharth Malhotra bhabhi, Poornima Malhotra

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে উপলক্ষ্যে শাশুড়ি রিমার সঙ্গে পূর্ণিমা যখন জয়সেলমের পৌঁছেছিলেন তখন তাঁকে ক্যামেরাবন্দি করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু ছবি ভাইরাল হয়। যদিও পূর্ণিমার একার নয়, বরং মলহোত্রা পরিবারের সঙ্গেই তাঁর ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

Sidharth Malhotra sister in law, Sidharth Malhotra bhabhi, Poornima Malhotra

‘শেরশাহ’ অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি দেখা যাবে। সেই ছবিগুলিতেই চোখে পড়বে পূর্ণিমার উজ্জ্বল উপস্থিতি। শোনা যায়, বৌদির সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক খুব ভালো। ভাইপো আধিরাজ আবার অভিনেতার নয়নের মণি।

Sidharth Malhotra sister in law, Sidharth Malhotra bhabhi, Poornima Malhotra

প্রসঙ্গত, সিদ্ধার্থের জন্ম দিল্লিতে হলেও কাজের সূত্রে তিনি এখন মুম্বইয়ে থাকেন। তবে তাঁর মা, বাবা, দাদা, বৌদি এবং ভাইপো এখনও দিল্লিতেই থাকেন। সিদ্ধার্থের দাদা হর্ষদ পেশায় একজন ব্যাঙ্কার। মুখশ্রী থেকে শুরু করে গলার আওয়াজ- সিডের সঙ্গে তাঁর দাদার মিল রয়েছে প্রচুর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥