• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০০ কোটির বাড়ি, প্রাইভেট প্লেন, শাহরুখের ৫০০০ কোটিরও বেশি সম্পত্তি লজ্জায় ফেলবে আম্বানিকেও

Published on:

All you need to know about Shahrukh Khan net worth more than 5000 crore

শাহরুখ খান (Shah Rukh Khan)- আজ এই নামটা ভারতের তো বটেই, বিদেশের মানুষও চেনে। নিজের কাজের, প্রতিভার মাধ্যমে তৈরি করেছেন এই পরিচিতি। ভারতীয় সিনেমার অন্যতম ‘সেলিব্রেটেড’ তারকা হয়ে উঠেছেন ‘কিং খান’। গত তিন দশকেরও বেশি সময় ধরে বি টাউনের রাজত্ব করছেন তিনি। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ডেবিউ করার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

আশির দশক নাগাদ অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বইয়ে এসেছিল একটি সাধারণ ছেলে। তখন হয়তো শাহরুখ স্বপ্নেও ভাবেননি ৩০ বছর পর এখানে থাকবেন তিনি। তবে নিজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই জায়গা অর্জন করে নিয়েছেন ‘কিং খান’। আদায় করেছেন বলিউডের ‘বাদশা’ তকমা।

Shah Rukh Khan

গত তিন দশকে অবশ্য শুধুমাত্র দর্শকদের ভালোবাসা এবং খ্যাতিই নয়, প্রচুর অর্থও উপার্জন করেছেন শাহরুখ। ইন্টারনেটের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, জেরি শিনফিল্ডের পর এই বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী অভিনেতা হলেন ‘কিং খান’। বলিউডের তো বটেই, সম্পত্তির (Shah Rukh Khan net worth) নিরিখে হলিউডের বহু তারকাকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি।

Shahrukh Khan unwell before Pathaan Release

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৫৭ বছরের শাহরুখ এখন প্রত্যেক বছর প্রায় ২৮০ কোটি টাকা আয় করেন। সিনেমা ছাড়াও বিজ্ঞাপন, ব্র্যান্ড ডিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করেন তিনি। এছাড়াও তাঁর ‘নাইট রাইডার্স’ গ্রুপ এবং ‘রেড চিলিস ইন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থা তো রয়েছেই।

Shah Rukh Khan KKR

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শাহরুখ এই মুহূর্তে প্রায় ৫৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক। এছাড়াও তাঁর দু’টি বিলাসবহুল বাড়ি রয়েছে। একটি হল মুম্বইয়ের ‘মন্নত’। যেটির মূল্য প্রায় ২০০ কোটি টাকা এবং অপরটি হল তাঁর দুবাইয়ের বিলাসবহুল ভিলা। সেটির দাম প্রায় ২১ কোটি টাকার কাছাকাছি।

Shah Rukh Khan house

এগুলি ছাড়াও শাহরুখের বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে একাধিক লাক্সারি গাড়ি। বাগাটি থকে শুরু করে অডি, বি এম ডব্লিউ, রোলস রয়েস- কী নেই ‘বাদশা’র গ্যারেজে! অবশ্য শুধুমাত্র লাক্সারি গাড়িই নয়, অনেকেই হয়তো জানেন না, শাহরুখের কিন্তু একটি ব্যক্তিগত বিমানও রয়েছে। মাঝেমধ্যেই সেটিতে চেপে ঘুরতে যান পর্দার ‘পাঠান’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥