• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ফুল ফুটছে রুবেল শ্বেতার! ফ্যানস হল পর্দার সংগীত যমুনার প্রেমদিবসের সিক্রেট 

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় সেলেব কাপল হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhatttcharya) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das)। যমুনা ঢাকি (Jamuna Dhaki) সিরিয়ালের হাত ধরেই তাঁদের পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে। পর্দার সংগীত-যমুনা জুটি অর্থাৎ রুবেল-শ্বেতা এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন একে অপরের সাথে।

ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। কোনোরকম রাখঢাক না রেখে গত বছরেই নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন এই জুটি। এরইমধ্যে দেখতে দেখতে এসে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আর এখন চলছে ভ্যালেন্টাইন্স উইক। হাতেগোনা আর মাত্র ৪ দিন, তারপরই ১৪ই ফ্রেব্রুয়ারি। যা বিশ্বের প্রত্যেক প্রেমিকাদের কাছেই এক বিশেষ দিন।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,সেলেব কাপল,Celeb Couple,শ্বেতা ভট্টাচার্য,Shweta Bhatttcharya,রুবেল দাস,Rubel Das,যমুনা ঢাকি,Jamuna Dhaki,সংগীত,Sangeet,যমুনা,Jamuna,প্রেম,Dating

তাই এই বিশেষ দিনে রুবেল তাঁর মনের মানুষ শ্বেতাকে কি গিফট দেবেন তা জানার ব্যাপক কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। এবিষয়ে জানতে সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল দত্তবাড়ির সৃজন অভিনেতা রুবেলের সাথে। উত্তরে অভিনেতা জানিয়েছেন ‘আগেরবার ভ্যালেন্টাইন্সডে-র দিন একসঙ্গে চকোলেট, গোলাপ, টেডি সব দিয়েছিলাম। এবার দেখি কতটা কী হয়। কবে সময় বের করতে পারি।’

তবে রবেলের কথায় জানা গেল শ্বেতাকে উপহার দিতে তাঁর বিশেষ কোনো দিনের প্রজন হয় না। এমন উপহার মাঝেমধ্যেই দিতে থাকেন তিনি। কখনও ফুল তো আবার কখনও চকলেট নিয়ে চলে যান প্রেমিকার মন ভালো করতে। শ্বেতাকে দেওয়া রুবেলের এমনই এক গুচ্ছ উপহারের তালিকায় রয়েছে একটা কার্ড। যা খুললে নাকি  প্রজাপতি উঠে আসে।

Actress Sweta Bhattacharya opens up about her marriage plan with co-actor Rubel Das

অন্যদিকে রুবেল জানান তাদের সম্পর্কের প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে দিয়েছিলেন হার্ট কুশন, যেটাতে আবার টোকা মারলে আওয়াজ হয়। আর শ্বেতা দিয়েছিলেন, ছোট ছোট টেডি আর চকোলেটে ভরা একটা গিফট বক্স।

প্রসঙ্গত রুবেলের আগে শ্বেতা ৯ বছরের একটি সম্পর্কে ছিলেন। সম্পর্ক ছিল রুবেলেরও। কিন্তু এখন সেসব অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল প্রসঙ্গে শ্বেতা বলেছেন, ‘ও আমার বন্ধু। ও আমার সবটা জানে। আমার অতীত। আমার ক্ষণিকের কোনও মুহূর্তের ভুল। ভালো-মন্দ সব জানে। এমনকী ওরটাও আমি জানি। আর এই কারণে একে-অপরকে মানতে অনেক সুবিধে হয়েছে। আমি এমন একজনকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম যার কাছে আমি স্বচ্ছ থাকতে পারব।’