• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাত্তাও পাবে না সুহানা-জাহ্নবী! রইল রবীনা টন্ডনের মেয়ের চোখ ধাঁধানো অ্যালবাম

Published on:

All you need to know about Raveena Tandon’s daughter Rasha Thadani

বলিউডের (Bollywood) একসময়কার নামী অভিনেত্রী (Actress) হলেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। মাঝে বেশ কয়েক বছর পর্দা থেকে দূরে থাকার পর ফের কামব্যাক করেছেন তিনি। কেরিয়ারের প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসের শুরুটাও অভিনেত্রীর দারুণ হয়েছে। তবে আজকের এই প্রতিবেদনটি যদিও রবীনাকে নিয়ে নয়। বরং তাঁর সুন্দরী মেয়ে রাশাকে (Rasha Thadani) নিয়ে।

রাশা এমন একজন স্টারকিড যাকে নিয়ে সংবাদমাধ্যমে এতদিন পর্যন্ত খুব একটা চর্চা হয়নি। তারকাসন্তান হলেও রবীনা-কন্যা (Raveena Tandon daughter) থেকেছেন পর্দার আড়ালে। তবে সম্প্রতি তাঁর ছবি প্রকাশ্যে এসেছে। সুন্দরী রাশাকে দেখে রীতিমতো চোখ আটকে গিয়েছে নেটিজেনদের। অনেকেই বলছেন, রাশাকে একেবারে তাঁর মায়ের মতো দেখতে। কেউ আবার তাঁর তুলনা বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গেও করতে শুরু করে দিয়েছেন।

Rasha Thadani childhood pictures

১৯ বছর আগে, ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানির সঙ্গে সাত পাক ঘুরেছিলেন রবীনা। পরের বছর অর্থাৎ ২০০৫ সালে কন্যা রাশার জন্ম হয়। রবীনা কন্যার বয়স এখন ১৭ বছর। টিনএজার হলেও এখনই সৌন্দর্য ও স্টাইলের নিরিখে বলিউড অভিনেত্রীদের টেক্কা দেন তিনি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, শীঘ্রই বলিউড ডেবিউ হতে চলেছে তাঁর।

বেশ কিছু নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চলতি বছরই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ১৭ বছরের রাশা। ডেবিউ ছবিতেই স্ক্রিন শেয়ার করবেন সুপারস্টার অজয় দেবগণের সঙ্গে। সেই সঙ্গেই জানা গিয়েছে, প্রথম ছবিতে রাশার নায়কের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণের ভাইপো অমনকে।

Rasha Thadani

বলিউডে এখনও পা না রাখলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন রাশা। মাঝেমধ্যেই রবীনা-কন্যার ছবি ভাইরাল হতে দেখা যায়। এখনই প্রায় ২ লাখের কাছাকাছি মানুষ তাঁকে ফলো করেন। বি টাউনে পা রাখার পর সেই সংখ্যাটা যে আরও বাড়বে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

Rasha Thadani, Raveena Tandon daughter

জানা গিয়েছে, রবীনা-কন্যা রাশার ডেবিউ ছবির পরিচালনা করবেন অভিষেক কাপুর। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ছবি হতে চলেছে এটি। ইতিমধ্যেই অমন এবং রাশা ছবির জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। শোনা গিয়েছে, এই ছবির জন্য তাঁদের বেশ কিছু ট্রেনিং নিতে হবে। সেগুলিও শুরু করে দিয়েছেন দু’জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥