সিনেমা জগতে বছর বছর কত সিনেমা যায় আর আসে। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) সব ক্ষেত্রেই ছবিটা প্রায় একই। বাংলা সিনেমার এমনই একজন ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ অভিনেত্রী হলেন চন্দনা শর্মা (Chandana Sharma)। আজ থেকে প্রায় ২ দশক আগে ২০০৪ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট বাংলা সিনেমা (Bengali Cinema) ‘প্রেমী’ (Premi)। রবি কিনাগীর (Ravi Kinagi) জনপ্রিয় সিনেমার হাত ধরেই বাংলা সিনেমায় প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল এই সুন্দরী অভিনেত্রীর।
এই সিনেমায় চন্দনা ছাড়াও অভিনয় করেছিলেন টলিউডের ‘বস’ জিৎ (Jeet) এবং জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপটে তৈরী এই সিনেমা ব্যাপক হিট হয়েছিল। তবে শুধু সিনেমাটিই নয় পাশাপাশি সেসময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল এই সিনেমার বেশ কিছু গান। যার মধ্যে অন্যতম বিখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলির সুরে গাওয়া এই ছবির গান ‘মনে রেখো আমার এ গান’। যা আজও মাঝে মধ্যেই গুনগুন করে গেয়ে ওঠেন অভিনেত্রীর ভক্তরা।
প্রসঙ্গত অনেকেই হয়ত তা জানেন না ‘প্রেমী’ সিনেমায় চন্দনার সহ অভিনেতা যীশু সেনগুপ্তের সাথে তাঁর সম্পর্কটা কিন্তু শুধুমাত্র পেশাগত নয়। তাদের মধ্যে রয়েছে একটি বিশেষ আত্মীয়তার সম্পর্ক। আসলে চন্দনা হলেন যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনার বোন। তাই চন্দনা আসলে সম্পর্কে যীশু সেনগুপ্তের শ্যালিকা হন। কিন্তু এই সিনেমার পর থেকে চন্দনাকে আর বাংলা সিনেমায় দেখা যায়নি।
পরবর্তীতে বেশ কিছু জনপ্রিয় হিন্দি মেগা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেছেন চন্দনা। তাই হিন্দি সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে চন্দনা একজন পরিচিত অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘জাস্ট মহব্বত’তে অদিতির চরিত্র দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল চন্দনার। পরবর্তীতে তিনি অভিনয় করেছেন ‘ইয়ে দিল চাহে মোর’,’ধক ধক ইন দুবাই’,’দিল হ্যায় কি মানতা নেহি’, ‘সসস.. ফির কোই হ্যায়’-এর মতো একগুচ্ছ জনপ্রিয় হিন্দি সিরিয়ালে।
তাই হিন্দি ধারাবাহিকের দর্শকের কাছে পরিচিত মুখ চন্দনা। এছাড়াও ওটিটি পাল্টফর্মেও ডেবিউ করেছেন চন্দনা। ২০২০ সালে ‘ক্রিমিনাল জাস্টিস’-এ তাঁর অভিনয় দেখেছেন দর্শক। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও বরাবরই সক্রিয় থাকেন অভিনেত্রী। সেখানে উঁকি দিলেই ছেলে এবং স্বামীর সাথে নানা ছবি ভিডিও শেয়ার করতে দেখা যায় চন্দনাকে। প্রসঙ্গত একাধিক বিজ্ঞপনেও দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথেও একবার স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল চন্দনাকে।