• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০০ কোটির ‘Ponniyin Selvan’ ছবিতে মুখ্য অভিনেত্রী রুপে ঐশ্বর্য রায়, পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতাদের থেকে বেশী

Published on:

Ponniyin Selvan cast fees,Ponniyin Selvan,Chiyaan Vikram,Aishwarya Rai Bachchan,Karthi,Trisha Krishnan,Aishwarya Lekshmi,Prabhu,Prakash Raj,Jayram Ravi,Sobhita Dhulipala,South Indian movie,entertainment,পোন্নিয়িন সেলভান,দক্ষিণ ভারতীয় সিনেমা,বিনোদন

শীঘ্রই মুক্তি পেতে চলেছে ৫০০ কোটির এক বিশাল বাজেটে তৈরি ‘পোন্নিয়িন সেলভান’ (Ponniyin Selvan)। আগামী ৩০ সেপ্টেম্বর রিলিজ করবে এই সিনেমা। ছবিতে তারকাদের লুক থেকে শুরু করে ট্রেলার দেখে দর্শকরা আগেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অপেক্ষা করছিলেন ছবি রিলিজের। অবশেষে শীঘ্রই আসতে চলেছে সেই দিন। ঐশ্বর্য রাই বচ্চন, চিয়ান বিক্রম অভিনীত এই সিনেমা একটি প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। আজকের প্রতিবেদনে একটু জেনে নেব, ৫০০ কোটির এই মেগাবাজেট সিনেমার জন্য কত টাকা নিলেন তারকারা।

প্রকাশ রাজ (Prakash Raj)- সাউথের নামী তারকা প্রকাশ রাজকে এই ছবিতে সুন্দর চোলের ভূমিকায় দেখা যাবে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ছবির জন্য ১ কোটি টাকা নিয়েছেন তিনি।

Prakash Raj in Ponniyin Selvan

প্রভু (Prabhu)- মণি রত্নমের স্বপ্নের প্রোজেক্টে প্রভুকে পেরিয়া বেল্লর বুথী বিক্রমকেশরীর চরিত্রে দেখা যাবে। শোনা গিয়েছে, এই ছবির জন্য গুনে গুনে ১.২৫ কোটি টাকা নিয়েছেন তিনি।

Prabhu

শোভিতা ধূলিপালা (Sobhita Dhulipala)- শোভিতাকে এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ছবির জন্য ১ কোটি টাকা নিয়েছেন বলি সুন্দরী।

Sobhita Dhulipala in Ponniyin Selvan

ঐশ্বর্য লক্ষ্মী (Aishwarya Lekshmi)- অভিনেত্রী ঐশ্বর্যকেও এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ঐশ্বর্য এই সিনেমার জন্য ১.৫ কোটি টাকা নিয়েছেন।

Aishwarya Lekshmi

তৃষা কৃষ্ণন (Trisha Krishnan)- তামিল ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী তৃষাকেও ‘পোন্নিয়িন সেলভান’এ দেখা যাবে। এই সিনেমায় তাঁকে কুন্দবইয়ের রাজকুমারীর চরিত্রে দেখা যাবে। এই চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ২.৫ কোটি টাকা নিয়েছেন তিনি।

Trisha Krishnan in Ponniyin Selvan

জয়রাম রবি (Jayram Ravi)- তামিল তারকা জয়রাম রবিকে ছবির মুখ্য চরিত্র অরুলমোঝিবর্মণ ওরফে পোন্নিয়িন সেলভানের চরিত্রে দেখা যাবে। জানা গিয়েছে, তিনি এই সিনেমার জন্য প্রায় ৮ কোটি টাকা নিয়েছেন।

Jayram Ravi in Ponniyin Selvan

কার্থী (Karthi)- জনপ্রিয় এই অভিনেতাকে ‘পোন্নিয়িন সেলভান’এ বল্বররেয়ন বন্দিয়াদেবনের চরিত্রে দেখা যাবে। মণি রত্নমের সিনেমার জন্য কার্থী ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

Karthi in Ponniyin Selvan

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)- বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঐশ্বর্যকে এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে। ‘পোন্নিয়িন সেলভান’এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য ১০ কোটি টাকার মোটা পারিশ্রমিক নিয়েছেন বলি সুন্দরী।

Aishwarya Rai Bachchan in Ponniyin Selvan

চিয়ান বিক্রম (Chiyaan Vikram)- তামিল তারকা চিয়ান বিক্রমের নাম তালিকার সব শেষে রয়েছে, কারণ তিনি এই সিনেমার জন্য সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

Chiyaan Vikram in Ponniyin Selvan

মণি রত্নমের সিনেমায় তামিল সুপারস্টারকে আদিত্য করিকালনের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই চরিত্রের জন্য মোট ১২ কোটি টাকা নিয়েছেন বিক্রম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥