টলিউডের নামী অভিনেত্রীদের (Tollywood actress) মধ্যে একজন হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অবশ্য শুধুমাত্র অভিনয়েরই নয়, নুসরত রাজনীতির দুনিয়ারও মানুষ। বসিরহাটের সাংসদ তিনি। টলি সুন্দরীকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা চলতেই থাকে। তাঁর কাজের থেকে বেশি লোকের বেশি আগ্রহ অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে।
আজকের এই প্রতিবেদন অবশ্য নুসরতকে নিয়ে নয়, বরং তাঁর ছোট বোনকে (Nusrat Jahan sister) নিয়ে। জানিয়ে রাখি, অভিনেত্রীর ছোট বোনের নাম নুজহত (Nuzhat Jahan)। এত বড় তারকার বোন হলেও নিজেকে অবশ্য লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। সৌন্দর্যে দিদির থেকে কোনও অংশে কম না হলেও অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা নেই নুজহতের।
নুসরত এবং তাঁর বোন নুজহতের মুখেও অনেক মিল রয়েছে। আচমকা দেখলে হয়তো দু’জনকে একও মনে হতে পারে অনেকের। আসলে অনেকেই জানতেন না টলি ডিভার এক বোনও রয়েছে। অভিনেত্রী একবার ইনস্টাগ্রামে নুজহতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন। তখনই জানা যায় নুসরতের একটি বোনও রয়েছে।
নুজহতের সম্বন্ধে বলতে গিয়ে একবার নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈন বলেছিলেন, তাঁর শ্যালিকা উচ্চশিক্ষার জন্য কানাডা পাড়ি দিয়েছেন। নিখিলের সঙ্গে দিদির বিয়ের সময় নুজহতও স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিলেন। বেশ কিছু ছবিতে চোখে পড়েছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি।
তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কানাডায় পড়াশোনা সম্পূর্ণ করার পর নুজহত টরেন্টোয় চলে গিয়েছেন। সেখানে নিজের উচ্চশিক্ষার বাকি পড়াশোনা সম্পূর্ণ করার পর এখন ইউআই এবং ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দিদি নুসরতের সঙ্গে নুজহতের বেশ কিছু মিষ্টি ছবি চোখে পড়বে। কোথাও তাঁদের ছোটবেলার ছবি দেখা যাবে, আবার কোথাও দেখা যাবে এখনকার ছবি। স্টাইল থেকে শুরু করে গ্ল্যামার, কোনোও দিক থেকেই দিদির থেকে কোনও অংশে কম নন নুজহত। ফ্যাশান সেন্স, স্টাইল স্টেটমেন্টে নুজহত যে কোনও টলিউড অভিনেত্রীকে গুনে গুনে দশ গোল দিতে পারবেন।