চলতি ট্রেন্ডে গা ভাসিয়েই সবেমাত্র জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে আরও একটি বাংলা সিরিয়াল (New Serial) ‘মুকুট'(Mukut)। টিভির পর্দায় এই সিরিয়ালের বয়স মাত্র ১ দিন। ২৭ মার্চ সোমবার থেকেই শুরু হয়েছে এই নতুন সিরিয়ালের সম্প্রচার।
‘মাধবীলতা’র পর এই সিরিয়ালের হাত ধরে আরও একবার ছোট পর্দায় কামব্যাক করছেন টেলি অভিনেত্রী শ্রাবনী ভূইঁয়া (Sharabani Bhunia)। এই ধারাবাহিকেই তাঁর বিপরীতে জুটি বাঁধছেন টেলি পাড়ার নতুন হ্যান্ডসাম হাঙ্ক অর্ঘ্য মিত্র (Argha Mitra)।
মুকুটের এই নতুন ছবি বাবুকে মাত্র একদিনই টিভির পর্দায় দেখেছেন দর্শক। এছাড়া প্রমো প্রকাশ্যে আসার পরেও এই নতুন নায়ককে দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত এই মুহূর্তে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে অন্যতম ক্রাশ হলেন ‘মিঠাই’ সিরিয়ালের উচ্ছে বাবু অভিনেতা আদৃত রায় (Adrit Roy)।
বাংলার তরুণীদের কাছে এক কথায় বং ক্রাশ আদৃত। কিন্তু এবার মুকুট সিরিয়ালের নতুন সাংবাদিক নায়ককে বেশ মনে ধরেছে দর্শকদের। তাই এবার টেলিপাড়ার এই নতুন হ্যান্ডসাম কে দেখার পর অনেককেই বলাবলি করতে শোনা যাচ্ছে সিদ্ধার্থ অভিনেতা অদৃতকে এবার টক্কর দিতে আসছে মুকুটের এই নতুন নায়ক অর্ঘ্য।
তবে টেলিভিশনের পর্দায় অর্ঘ্য কিন্তু নতুন নয়। ইতিপূর্বে সান বাংলার ‘দেবী’ কিংবা সুন্দরীর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’-সহ জি বাংলার বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে অর্ঘ্যকে।
মুকুটের এই নায়ক টিভির পর্দায় নতুন না হলেও এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার নায়কের চরিত্রে ডেবিউ করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে মুকুটের এই নতুন ছবিবাবু কর্মসূত্রে বর্তমানে কলকাতায় থাকলেও আদতে তিনি বর্ধমানের বাসিন্দা।
মডেলিংয়ের দৌলতে ইতিপূর্বে তিনি কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও। সেই সূত্রেই বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির সাথেও কাজ করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা। এছাড়া ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন বড় পর্দাতেও। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করে ফেলেছেন ‘মহিষাশুরমর্দিনী’তে।