• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সামান্য স্কুল শিক্ষিকা থেকে বিশ্বের সর্বোচ্চ ধনী মহিলা! এভাবে মুকেশ অম্বানির স্ত্রী হন নীতা

Published on:

How Neeta Ambani became wife of Mukesh Ambani

ধনকুবের মুকেশ অম্বানি (Mukesh Ambani), নীতা অম্বানির (Nita Ambani) জনপ্রিয়তা কোনও বলিউড তারকার থেকে কম নয়। আর হবে নাই বা কেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ২০জন ব্যক্তির তালিকায় নাম রয়েছে মুকেশের। সেই জন্যই বিলাসবহুল কায়দায় জীবনযাপন (Lifestyle) করে সম্পূর্ণ অম্বানি ফ্যামিলি (Ambani family)। তাঁদের জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহও ব্যাপক।

একজন কোটিপতি মানুষ যে বিলাসবহুলভাবে জীবনযাপন করবেন তা জানা কথা। তবে শোনা যায়, মুকেশের থেকে বেশি টাকা খরচ করেন স্ত্রী নীতা! স্ত্রীয়ের চাহিদা পূরণ করতে গিয়েই কোটি কোটি টাকা খরচ হয় রিল্যায়েন্স কর্ণধারের। নীতার পান করার জল থেকে চা খাওয়ার কাপ- সব কিছুর মূল্যই কোটি টাকার ঘরে।

Nita Ambani, Nita Ambani lifestyle

মুকেশ-পত্নী এমন একজন মানুষ যাকে কখনও কম দামি জিনিস ব্যবহার করতে দেখা যায়নি। নিজের পিছনে কোটি কোটি টাকা খরচ করেন তিনি। বহুবার নীতার ব্যবহৃত জিনিসের মূল্য শুনে ভিরমি খাওয়ার জোগাড় হয়েছে সাধারণ মানুষদের।

সম্প্রতি যেমন মুম্বই ইন্ডিয়ান্স মালকিনের চা খাওয়ার কাপের দাম প্রকাশ্যে এসেছে। সেই দাম দিয়ে আস্ত একটি বাংলো কিনে ফেলা যায়। জানা গিয়েছে, জাপানের একটি ঐতিহ্যবাহী বাসনের দোকান থেকে নিজের কাপ কিনেছেন নীতা। সেটির মূল্য প্রায় ৩ লাখ টাকা। অবশ্য একটি কাপ নয়, গোটা সেট কিনেছেন তিনি। সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।

Nita Ambani, Nita Ambani cup, Nita Ambani cup price

জানা গিয়েছে, নীতার এই কাপের ২২ ক্যারেটের সোনা এবং প্ল্যাটিনাম বসানো আছে। সেই জন্যই এর দাম এত বেশি। তবে এই প্রথম নয়, এর আগে নীতার ব্যবহৃত একটি ব্যাগও নজর কেড়েছিল সকলের। কুমিরের চামরা দিয়ে তৈরি সেই ব্যাগটির মূল্য ছিল প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। ২০১৭ সালে নীতার ব্যবহৃত এই ব্যাগ নিলামেও উঠেছিল।

Nita Ambani, Nita Ambani crocodile leather bag

অনেকেই জানেন, ধনকুবের মুকেশকে বিয়ে করার আগে নীতা একটি স্কুলে শিক্ষিকার চাকরি করতেন। রিল্যায়েন্স কর্ণধারের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরেই বদলে যায় তাঁর ভাগ্য। এখন নিজের পিছনে অনায়াসে কোটি কোটি টাকা খরচ করতে পারেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥