হিন্দি সিনেমা ‘ব্যাডবয়’ (Badboy) দিয়েই অভিনয় জগতে প্রথম ডেবিউ করছেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছোট ছেলে নমশি চক্রবর্তী (Namashi Chakraborty)। এই সিনেমার প্রচারের জন্য সম্প্রতি কলকাতায় এসেছিলেন তারকা পুত্র। প্রথম সিনেমাতেই বাবার মতো অত্যন্ত বড় মাপের,জনপ্রিয় একজন অভিনেতার সাথে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন নমশি।
এই সিনেমায় বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তীর সাথে পা মিলিয়েছেন নমশি। সম্প্রতি এই সময় ডিজিটালের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। সেখানেই মিঠুন চক্রবর্তীর ছেলে হয়ে অভিনয়কে পেশা করার স্বপ্ন দেখা থেকে কঠিন লড়াই সহ জীবনের নানান অজানা দিক নিয়ে অকপট আড্ডায় বসে ছিলেন তিনি।
নমশি জানান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে হওয়ায় ছোট থেকেই তার চারপাশটা আলোয় ঘিরে থাকতো সবসময়। কিন্তু মেগাস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে হওয়ায় সকলের থেকে একটু বেশিই মনোযোগ পেয়েছেন তিনি। নমশির কথায় ‘কলকাতা,রাশিয়া,আমেরিকা যেখানেই বাবার সঙ্গে গিয়েছি বাড়তি মনোযোগ পেয়েছি। সে সময় নিজের অস্বস্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল মনের মধ্যে। মনে হতো পৃথিবীতে কেন এলাম? মিঠুন চক্রবর্তীর ছেলে হওয়ার জন্য?’
তাই তিনি ঠিক করেছিলেন নিজেই নিজের পথ চলবেন। তাই ২০১৬ সাল থেকে নিজের মতো করে স্ট্রাগল করা শুরু করে দিয়েছিলেন নমশি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস সেসময় টানা আড়াই বছর হাতে কোন কাজই ছিল না তাঁর। কারণ বলিউডে তার মত হাজার হাজার নমশি রয়েছেন এমনটা মনে করেন অভিনেতা নিজেই। নমশি জানান একসময় নাকি তিনি চক্রবর্তী পদবীটাই ব্যবহার করা ছেড়ে দিয়েছিলেন।
বাকিদের মতো লড়াই করে কাজ পাওয়াতেই বিশ্বাসী ছিলেন তিনি। তাই বহু প্রত্যাখ্যানের পর যখন তিনি এই সিনেমার অফার পেয়েছিলেন তখন তার নিজের জন্যই দারুন গর্ব হয়েছিল। প্রসঙ্গত এত বড় সুপারস্টার হয়ে নাম যশ খ্যাতির শীর্ষে পৌঁছেও মিঠুন চক্রবর্তী আজও ভীষণ বাস্তববাদী মানুষ। বাবা মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে বলতে গিয়ে নমশি জানিয়েছেন স্ট্রাগল পিরিয়ডে যখন তিনি বারবার অডিশন দিতেন এবং অনেক চড়াই উৎড়াইয়ের সম্মুখীন হয়েছে তখন তাতে তাঁর বাবার মধ্যে কোনদিন কোন হেলদোল দেখেননি তিনি।
এমনই একদিন বাবাকে এসে নমশি একবার বলেছিলেন ‘খুব ডিপ্রেশন হচ্ছে। আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। তখন মিঠুন চক্রবর্তী তাকে খুব স্পষ্ট করে একটা কথাই বলেছিলেন। তা হল ‘বিশ্বাস করো, একদিন খুব বড় কিছু হবে। কবে হবে, সেটা জানি না’। নমশি জানান এর কিছু মাস পরেই নাকি তিনি ‘ব্যাড বয়’-এর প্রস্তাব পান।