• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবেসে বিয়ে করেও ৪ মাসে ভেঙেছিল সংসার! রইল মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীর হদিশ

Updated on:

Mithun First Wife Helena Luke

টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood) উভয় ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করেছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দেখা গিয়েছে বেশ কিছু দক্ষিণী সিনেমাতেও। বয়স সত্তর পেরোলেও আজও কিন্তু ফুলস্টপ পড়েনি তাঁর ক্যারিয়ারে। এই বয়সেও দাপিয়ে কাজ করে চলেছেন বাংলা এবং হিন্দি উভয় সিনেমা জগতে।

দীর্ঘদিনের এই অভিনয় জীবনে তাঁর রয়েছে ঝুলি ভর্তি অভিজ্ঞতা। প্রসঙ্গত সিনেমার মতোই কিন্তু বর্ণময় অভিনেতার ব্যক্তিগত জীবনও। বর্তমানে চার সন্তান এবং স্ত্রী যোগিতা বালিকে (Yogita Bali) নিয়েই ভরা সংসার তাঁর। তবে অনেকেই হয়তো জানেন না যোগিতা বালিই  কিন্তু মিঠুনের বিয়ে করা প্রথম স্ত্রী নন।

টলিউড,Tollywood,বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,ব্যক্তিগত জীবন,Personal Life,প্রথম স্ত্রী,First Wife,যোগিতা বালি,Yogitaa Bali,হেলেনা লিউক,Helena Luke

তাঁর আগেও অভিনেতার জীবনে আগমন ঘটেছে একাধিক নারীর। শোনা যায় যোগিতা বালির আগেও একজন বলিউড অভিনেত্রীরর সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিঠুন। তিনি হলেন ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী হেলেনা লিউক (Helena Luke)। একসময় অভিনয় করেছিলেন ‘দো গুলাব’, ‘আও পেয়ার কারে’ ‘সাথ দো’র মতো একাধিক সিনেমাতে।

টলিউড,Tollywood,বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,ব্যক্তিগত জীবন,Personal Life,প্রথম স্ত্রী,First Wife,যোগিতা বালি,Yogitaa Bali,হেলেনা লিউক,Helena Luke

প্রথম দেখাতেই প্রেম এবং মাত্র কয়েক মাসের আলাপেই বিয়ে করে সংসার পেতে ছিলেন তাঁরা। জানা যায় হেলেনা সেই সময় বলিউডের কোন নামই অভিনেত্রী ছিলেন না। তিনি মূলত লত ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। মিঠুনের সাথে পরিচয় হওয়ার আগে জাভেদ খানের সাথে সম্পর্ক ছিল তাঁর।  আর অন্যদিকে মিঠুনের ভালো লেগেছিল বলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী সারিকাকে।

টলিউড,Tollywood,বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,ব্যক্তিগত জীবন,Personal Life,প্রথম স্ত্রী,First Wife,যোগিতা বালি,Yogitaa Bali,হেলেনা লিউক,Helena Luke

যদিও সে সময় তাদের সেই সম্পর্ক নড়বড়ে হয়ে গিয়েছিল। তাই হেলেনা আর মিঠুনের এমন সময় পরিচয় হয় যখন তাঁদের দুজনেরই আগের সম্পর্ক ভাঙতে বসেছিল। শোনা যায় ১৯৭৯ সালে মিঠুন এবং হেলেনা বিয়ে করলেও তাঁদের সেই সংসার সুখের হয়নি। মাত্র চার মাসের মাথায় আলাদা হয়ে যান তাঁরা।

টলিউড,Tollywood,বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,ব্যক্তিগত জীবন,Personal Life,প্রথম স্ত্রী,First Wife,যোগিতা বালি,Yogitaa Bali,হেলেনা লিউক,Helena Luke

আর মিঠুনের সাথে সংসার ভাঙার পর দেশ ছেড়ে চলে গিয়েছিলেন হেলেনা।  বলিউডের অভিনয় জগতকে ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন নতুন পেশা। সেদেশের এয়ারলাইন্সে কাজ নিয়েছিলেন তিনি।  বর্তমানে মিঠুন এবং হেলেনা দুজনেই এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে। প্রসঙ্গত হেলেনার সাথে বিচ্ছেদের পরে মিঠুন প্রেমে পড়েছিলেন যোগিতা বালির। তাঁকে বিয়ে করেই বর্তমানে  সন্তানদের নিয়ে সুখে জীবনযাপন করছেন অভিনেতা। অন্যদিকে হেলেনাও বিদেশে সংসার পেতেছেন নতুন করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥