• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাধিক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত স্বামী! রইল পর্দার ‘বিথী’র ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী

Published on:

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুশ্রী দাস,Anushree Das,মেয়েবেলা,Meyebela,বিথী মাসি,Bithi Mashi,ভরত কল,Bharat Kaul,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Separation,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Facts

সিনেমা হোক বা সিরিয়াল বিনোদন জগতের সাথে যুক্ত তারকাদের কতটুকুই বা আমরা জানতে পারি। টিভির পর্দায় তাদের চরিত্রকে আমরা যেমন দেখি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা হয়ে থাকে তাদের ব্যক্তিগত জীবন।  এমনকি অনেক তারকাদের ক্ষেত্রেই দেখা যায় তাদের ব্যক্তিগত জীবন কোন সিনেমার চিত্রনাট্য থেকে কোন অংশে কম নয়।

বাংলা বিনোদন জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলে অনুশ্রী দাস (Anushree Das)।  বর্তমানে ‘মেয়েবেলা’ সিরিয়ালে রূপা গাঙ্গুলী অভিনীত ‘বিথী মাসি’র (Bithi Mashi) চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।  রূপা গাঙ্গুলী সিরিয়াল ছাড়ার পরেই এই বিথীকা মিত্রের চরিত্রে রিপ্লেস করা হয়েছে তাঁকে।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুশ্রী দাস,Anushree Das,মেয়েবেলা,Meyebela,বিথী মাসি,Bithi Mashi,ভরত কল,Bharat Kaul,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Separation,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Facts

প্রসঙ্গত দাপুটে এই অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ৩২ বছর আগে ১৯৯১ সালে ‘বউরানি’  সিনেমার মধ্যে দিয়ে। এই সিনেমায় তার সাথে ভাস্কর ব্যানার্জির জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। প্রথম সিনেমার সাফল্যের পর আর ফিরে তাকাতে হয়নি অনুশ্রীকে।

Anushree Bhaskar,Bourani,

এরপর একে একে তিনি অভিনয় করেছেন ‘রুপবান কন্যা’,’স্বামীর আদেশ’,’বকুল প্রিয়া’, ‘আমোদিনী’, ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘ভাই আমার ভাই’, ‘আটটা আটের বনগাঁ লোকাল’ এর মতো একাধিক সিনেমায়। তবে অভিনয় জীবনের মতই কিন্তু বর্ণময় এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। সাফল্যের মধ্য গগনে তিনি সম্পর্কে জড়িয়ে ছিলেন জনপ্রিয় অভিনেতা ভরত কলের (Bharat Kaul) সাথে।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুশ্রী দাস,Anushree Das,মেয়েবেলা,Meyebela,বিথী মাসি,Bithi Mashi,ভরত কল,Bharat Kaul,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Separation,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Facts

বিয়ে করে সংসারও পেতে ছিলেন তাঁরা।  কিন্তু সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। শোনা যায় অনুশ্রীর সাথে  বিয়ের পরেও নাকি একাধিক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন ভরত কল। আর স্বামীর এই ব্যভিচার মেনে নিতে না পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। সেসময় অনুশ্রীর সাথে ডিভোর্সের পর পরই মুম্বাই চলে গিয়েছিলেন ভরত।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুশ্রী দাস,Anushree Das,মেয়েবেলা,Meyebela,বিথী মাসি,Bithi Mashi,ভরত কল,Bharat Kaul,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Separation,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Facts

সেখানে দীর্ঘদিন অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সাথে লিভ ইনে ছিলেন ভরত কল। পরবর্তীতে ক্যান্সার ধরা পড়ায় তিনি ফিরে আসেন কলকাতায়। সে সময় একটি সিরিয়ালে অভিনয়ের সূত্রে তাঁর  আলাপ হয়েছিল অভিনেত্রী  জয়শ্রী মুখার্জির‌‌ সাথে। এরপর জয়শ্রীকে বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন অনুশ্রীর প্রাক্তন স্বামী। এখন তাঁদের  দুজনের এক মেয়েও রয়েছে। কিন্তু ভরত কলের সাথে বিচ্ছেদের পর আর নতুন কোন সম্পর্কে জড়াননি অনুশ্রী। আর এরপর থেকে কোন বিতর্কও আর ছুঁতে পর্যন্ত পারেনি তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥