• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার মৃত্যুর পর লড়াই শুরু! রইল মেয়েবেলার ডোডো দাদার জীবনের অজানা কাহিনী

Updated on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,মেয়েবেলা,Meyebela,ডোডো,Dodo,অর্পণ ঘোষাল,Arpan Ghoshal,অভিনয়,Acting,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Story

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে বিশেষ করে মহিলা অনুরাগীদের কাছে এখন বং ক্রাশ একজনই তিনি হলেন স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) সিরিয়ালের নায়ক ডোডো (Dodo) অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। ইদানিং তো এককথায় তাঁকে চোখে হারাচ্ছেন বাংলার  মহিলা অনুরাগীরা।

প্রসঙ্গত মেয়েবেলাই কিন্তু অর্পণ অভিনীত প্রথম বাংলা সিরিয়াল নয়। ইতিপূর্বে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ সিরিয়ালে অভিনয় করেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তবে মেয়েবেলার ডোডো হয়েই তিনি  হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের ছেলে।

Meyebela Mou Dodo Antakshari Audience Praise

প্রসঙ্গত থিয়েটারের মঞ্চ থেকে উঠে আসা এই অভিনেতা ইতিপূর্বে অভিনয় করেছেন বাংলা ওয়েব সিরিজেও। তবে  ইদানিং মেয়েবেলা সিরিয়ালে তাঁর শান্ত-শিষ্ট স্বভাব আর বুদ্ধিদীপ্ত অভিনয় দর্শকমহলে তাঁকে এক আলাদাই পরিচিতি এনে দিয়েছে। তবে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়েও অর্পণ কিন্তু ভালোবাসেন মাটিতে পা রেখে চলতেই। জনপ্রিয়তায় গান ভাসাতে  নারাজ অভিনেতা।

এক্ষেত্রে অভিনেতার বক্তব্য খুবই স্পষ্ট। অর্পণের কথায় ‘সোশ্যাল মিডিয়ায় আচমকাই রাতারাতি মানুষ জনপ্রিয় হয়ে ওঠে। একদিন দেখি আমার একটা ছবি ১০০০ জন শেয়ার করেছে। কিন্তু এরকম জনপ্রিয়তার সাথে খারাপ ও ভালো অভিনেতা হওয়ার সম্পর্ক নেই। তা বোঝার জন্য আমার পরিণত মন আছে।’

Meyebela, Dodo, Meyebela Dodo

সেইসাথে অভিনেতার সংযোজন ‘জনপ্রিয়তা আজ আছে, কাল নেই। তাই এই জিনিসগুলো নরমাল ভাবে দেখি। আর যেদিন শুধুমাত্র নিজের অভিনয়ের জন্য জনপ্রিয় হবে, সেদিন আমি নিজের লক্ষ্যে পৌঁছাবো’।তাছাড়া জীবনে একটা সময় খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন অর্পণ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মেয়েবেলা,Meyebela,ডোডো,Dodo,অর্পণ ঘোষাল,Arpan Ghoshal,অভিনয়,Acting,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Story

আসলে সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের কথা জানিয়ে পর্দার ডোডো অভিনেতা অর্পণ জানিয়েছেন ২০১৯ সালে তাঁর বাবা মারা যান। আর তারপর থেকেই কঠিন বাস্তবের মুখোমুখি হওয়ার সাথেসাথেই জীবনের  লড়াই শুরু হয় অর্পণের। তবে অভিনেতা জানান ‘পরে আশেপাশের মানুষের লড়াই দেখে নিজের লড়াইটা ছোট মনে হয়। জীবনে খারাপ সময়টা পেরিয়ে এসেছি কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে আমায়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥