নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিয়ে গতকালই সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের (Bollywood) ‘শেরশাহ জুটি’ (Shershah Couple) সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবাণী (Sidharth Malhotra-Kiara Advani)। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল তাঁদের সেই জমকালো বিয়ের (Marriage) আসর। প্রকাশ্যে আসা বিয়ের ছবিতে দুজনের মুখেই স্পষ্ট ভালোবাসার মানুষকে বিয়ে করার পরম তৃপ্তির ছাপ।
এদিন নববধুর সাজে থাকা কিয়ারার পরনে ছিল ভীষণ মিষ্টি গোলাপি আভার লেহেঙ্গা। যা শুধু দেখতেই সুন্দর নয় সাথে রয়েছে সূক্ষ কারুকার্য। জানা গিয়েছে কিয়ারার বিয়ের অভিনব লেহঙ্গা ও দোপাট্টায় সূক্ষ এম্ব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছে রোমান শহরের ঐতিহ্যবাহী স্থাপত্য। যার সম্পূর্ণটাই গাঁথা হয়েছে স্বরোভস্কির ক্রিস্টালে। যা এককথায় অনবদ্য। অন্যদিকে বরবেশে সিদ্ধার্থ পরেছিলেন দারুন সুন্দর দেখতে সোনালী রঙের শেওরানী।
তবে এখনকার বলিউড সেলেবদের বিয়েতে পোশাকের পাশাপাশি চর্চায় উঠে আসে তাদের গয়না। ব্যতিক্রম কিয়ারা আলিয়া আডবানীও। ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে নববধুর হাতের হীরের আংটি আর তার সাথেই সাযুজ্য রেখে গা ভর্তি হীরে আর পান্না খচিত গয়না পড়েছিলেন অভিনেত্রী। কিয়ারার গলার রাজকীয় হার ইতিমধ্যেই ঘুম উড়িয়েছে অসংখ্য নারীর।
প্রসঙ্গত পাঞ্জাবিদের বিয়েতে বিশেষ গুরুত্বপূর্ণ একটি অলংকার হল হাতের কলিরে (Karire)। বিয়েতে এই কলিরের ক্ষেত্রেও চেনা ছক ভেঙেছেন অভিনেত্রী। যা বেশ আরাম দিয়েছে তাবড় ফ্যাশনিস্তাদের চোখকেও। কারণ এই অলংকারের ক্ষেত্রে চিরাচরিত লাল-সাদা নয় কিয়ারার হাতের কলিরেতে ছিল সোনা ও রূপোর ছোঁয়া।
সোনালি ও রুপোলি চাঁদ ও তারার মোটিভের মাঝেই ঝিলমিল করছিল প্রজাপতি, তারা কিংবা সিড কিয়ারার নামের আদ্যক্ষর। এছাড়াও ছিল নবদম্পতির প্রিয় গন্তব্যস্থল আইফেল টাওয়ার। তবে চেরি অফ কেক-এর মতোই এই কলিরের মূল আকর্ষণ ছিল সিদ্ধার্থের প্রিয় পোষ্য (Pet) অস্কারের মুখের অবয়ব।
জানা গিয়েছে আকর্ষণীয় এই কলিরে সৃষ্টির পিছনে যাঁর হাত রয়েছে তিনি আর কেউ নন বলিউডের জনপ্রিয় সেলিব্রেটি ডিজাইনার মৃণালিনী চন্দ্র (Mirinalini Chadra)। কিয়ারার হাতের কলিরের ছবি দেখে মন ভরে গিয়েছে তাঁর নিজেরই। ছবি শেয়ার করে তিনি এদিন লিখেছেন ‘কলিরার ঐতিহ্যকে ধরে রেখেই কিছু নতুনত্ব ও সৃষ্টিশীলতা আনা হয়েছে। আমরা ওঁদের প্রেমকাহিনি তুলে ধরেছি। এই কলিরা আসলে হৃদয়েরই অংশ।’ প্রসঙ্গত ইতিপূর্বে তিনি ক্যাটরিনা কাইফ, আলিয়া ভট্ট, আথিয়া শেট্টির হাতের কলিরেও ডিজাইন করেছিলেন।