• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাটির পোঁতা অবস্থায় দেড় ঘণ্টা! রইল আরাত্রিকার ‘খেলনাবাড়ি’র মিতুল হয়ে ওঠার অজানা কাহিনী

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকের নায়িকা মিতুল (Mitul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। এমনিতে বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মন ছুঁয়েছেন মিষ্টি এই অভিনেত্রী।

ধারাবাহিকের শুরু থেকেই মিতুলের চরিত্রে তাঁর সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। টিভির পর্দায় স্পষ্টবাদী দাপুটে নায়িকা মিতুলকে খুব পছন্দ করেন দর্শক। সকলেই বলেন আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে মিতুলের মতো মেয়েই দরকার। যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সত্যি কথা জানাবে মুখের ওপর।

   

Khelnabari Mitul Pregnant

এখনকার বাংলা সিরিয়ালে পর্দার দাপুটে নায়িকা মিতুলের জুড়ি মেলা ভার। তাই এই সিরিয়ালের অনুরাগীদের কাছে সবসময় বেশি নম্বর পেয়েই এগিয়ে থাকে মিতুল। ঘূর্ণির মেয়ে মিতুল পাল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এইভাবেই পর্দার প্রতিবাদী মিতুল অল্পদিনেই হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।

আর আজ নারী দিবসের দিনেই জি বাংলার জনপ্রিয় নন ফিকশন রিয়ালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’র (Ghore Ghore Zee Bangla) তরফে সঞ্চালিকা তথা জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য পৌঁছে গিয়েছিলেন পর্দার মিতুলের বাড়িতে। আদতে ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকার ছোট থেকেই নাকি অভিনয়ের প্রতি ছিল এক আলাদাই ভালোবাসা। আর তাই মেয়ের স্বপ্ন পূরণ করতে সবসময় সব রকম ভাবে সাহায্য করে গিয়েছেন দুজন মানুষ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla

আর তাঁরা হলেন অভিনেত্রীর বাবা মা। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই আরাত্রিকা পা রাখেন অভিনয়ে। জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘রাণী রাসমণি’তে তিন দিনের একটি ছোট্ট চরিত্র করেছিলেন তিনি। যদিও সেখানে তাঁর কোনো সংলাপ ছিল না। এছাড়া লকডাউনের সময় প্রথম ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে অনেক কষ্টে জীবনের প্রথম অডিশন দিতে এসেছিলেন আরাত্রিকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla

কিন্তু তার জন্য নাকি সেসময় অভিনেত্রীর মা তাঁর সোনার আংটি বিক্রি করে দিয়েছিলেন। যেটা নাকি আরাত্রিকার বাবার তাঁর মেক দেওয়া প্রথম উপহার ছিল। এদিন সেকথা বলতে গিয়েই চোখে জল এসে গিয়েছিল ছোট পর্দার দাপুটে নায়িকা মিতুল পালের।

Mitul Khelnabari Audience praise

প্রসঙ্গত এদিন কথায় কথায় মিতুলের কাছে সঞ্চালিকা অপরাজিতা জানতে চান মাটির তলায় চাপা পরে তাঁর শুটিংয়ের অভিজ্ঞতার কথা। সেকথা জানিয়ে এদিন আরাত্রিকা বলেন সেসময় নাকি তিনি দেড় ঘন্টার জন্য ঐভাবে শুধু মুখ টুকু বার করে মাটির তলায় ছিলেন। তখন জল তেষ্টা পেলে তাঁকে নাকি পরিচালক নিজে এসে জল খাইয়ে দিয়েছিলেন। এদিন আরাত্রিকা জানান সিরিয়ালে অভিনয় করেও তিনি ৯৩% নম্বর পেয়েছিলেন। এছাড়া এখন তিনি ডিস্টেন্স উচ্চমাধ্যমিক পড়ছেন। চলতি মাসেই তাঁর পরীক্ষা রয়েছে।

site