• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এটাই প্রথম নয়! মানালীর নতুন স্বামী আগেও করেছেন একাধিক চরিত্রে অভিনয়

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,দ্রোণ মুখার্জি,Dron Mukherjee,আসল পরিচয়,Real Identity

টেলিভিশনের পর্দায় এক ঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েই আগামী কাল থেকেই জি বাংলার (Zee Banga) পর্দায় আসছে আরো একটি নতুন সিরিয়াল  ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ছোট পর্দার ফুলঝুরি অভিনেত্রী মানালি দে-র (Manali Dey) এই কামব্যাক সিরিয়ালে তার নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে একেবারে আনকোরা এক অভিনেতাকে।

জানা যাচ্ছে মানালির এই নতুন নায়কের নাম দ্রোণ মুখার্জি (Dron Mukherjee)। দর্শকদের অনেকেরই এই  অভিনেতাকে দেখে অচেনা লাগলেও টেলিভিশনের পর্দায় এটাই কিন্তু তাঁর প্রথম সিরিয়াল নয়।  এর আগেও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে যেহেতু সিরিয়ালপ্রেমি দর্শকদের কাছে বাংলা সিরিয়াল মানেই প্রথমেই আসে জি বাংলা কিংবা স্টার জলসার মত প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল দুটির নাম।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,দ্রোণ মুখার্জি,Dron Mukherjee,আসল পরিচয়,Real Identity

তাই অন্যান্য যে বিনোদনমূলক চ্যানেল রয়েছে সেগুলি প্রায় দেখাই হয়ে ওঠে না তাদের। বাংলা বিনোদন জগতের এমনই একটি চ্যানেল কালার্স বাংলায় ‘মেয়েদের ব্রত কথা’য় মা ষষ্ঠীর ব্রততে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। জনপ্রিয় এই পিরিয়ড ড্রামায় প্রজাবৎসল জমিদার ইন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন দ্রোণ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,দ্রোণ মুখার্জি,Dron Mukherjee,আসল পরিচয়,Real Identity

শুধু তাই নয় বহুদিন ধরেই অভিনয়ের সাথে যুক্ত থাকার সুবাদেই আকাশ আটের বেশ কিছু সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন তিনি। তালিকায় রয়েছে আকাশ আটের ‘গল্প হলেও সত্যি’, থেকে শুরু করে ‘দীপাবলির সাতকাহন’-এর মতো সিরিয়াল। এছাড়াও এই একই চ্যানেলেই পুলিশ ফাইলসেও কাজ করেছেন এই অভিনেতা।


এছাড়াও দ্রোণ আগেই অভিনয় করে ফেলেছেন স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালেও। তবে শুধু ছোটপর্দাতেই নয় এই অভিনেতা মঞ্চ জগতেরও বেশ পরিচিত মুখ। আদতে বোলপুরের বাসিন্দা দ্রোণের পড়াশোনা কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥